১.
তান্ডবঃ সিলেটের এম সি কলেজ-- আমাদের পন্ডিত মন্ত্রী নাহিদ ভাই গিয়ে বুঝতে পারছেন এই ঘটনার কোন বিচার তিনি পাবেন না। তাই কলেজ প্রশাসন কিংবা পুলিশকে কোন নির্দেশ না দিয়ে ভেউ ভেউ করে কেঁদে দিলেন। তাতে যদি প্রধানমন্ত্রীর মন একটু গলে। নাহ গলে নি।
তান্ডবঃ রাজ. বিশ্ববিদ্যালয়—এবার পন্ডিত মন্ত্রী আগের ঘটনা থেকে শিক্ষা গ্রহন করেছেন। এবার আর মেয়েদের মত কান্নাকাটির পথে গেলেন না। তিনি এবার হঠাৎ করে ঘুরে দাঁড়ালেন বলেই ফেললেন এটা ছাত্রলীগ নয়, শিবিরই করেছে। তাতে যদি দায়ীদের শাস্তি হয়।
বি. দ্রঃ নাহিদ ভাইয়ের উদ্দেশ্য কিন্তু মহৎ। মন্ত্রীরা মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন।
২.
ব্রেকিং ব্রেকিং !!! মাই হার্ট ইজ ব্রেকিং.....
প্রধানমন্ত্রী বলেছেন : "কতজন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে মারা হয়েছে তা কি কোন পত্রিকায় হিসাব এসেছে? আসে নাই!" খালি সোনার পোলারা অস্ত্র হাতে নিলেই পত্রিকাওয়ালারা সবকিছু কইয়া দেয়।। ওহ! বেচারা ছাত্রলীগ। মাই হার্ট ইজ ব্রেকিং! আবেজে কানতেসি।।
৩.
হোয়াই হাসান মাহমুদ ইজ দেয়ার?
ডু ইউ নো?
এর ডিউটিই হইলো গোয়েবলস এর সূত্র ধরে একটা লাইনকে ১০০ বার উচ্চারণ করা।
৪.
অস্ত্রধারীরা সবাই ছাত্রলীগ নয়: প্রধানমন্ত্রী।
মন্তব্য: কি আর কমু। কেউ অস্ত্রধারী হইয়া আমারে পুলিশে ধরাইয়া দেন। আপনার মামলা আমি খামু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





