প্রস্তাব দেয়ার আগে একমত হই যে বর্তমান পরিস্থিতিটা এমনঃ
আপনাদের স্টিকি পোস্টে আপনারা বলেছেন আপনাদের বিরুদ্ধে করা সকল অভিযোগগুলো। একই সাথে আপনাদের পয়েন্টগুলিও তুলে ধরেছেন। আমার মডারেশন নিয়ে ১০০% বিশ্বাস ছিলো না কোন কালেই কিন্তু ৯০% বিশ্বাস বোধহয় আছেই। তাই জানা আপু অথবা অন্য মডুরা তাদের সীমাবদ্ধতার কথা বলেন (সংখ্যায় কম থাকায় সবসময় সম্ভব হয়না) অবশ্যই আমি ওগুলো আমলে নেই।
এখন দেখুন পাইকারী হারে ছাগুরা পোস্ট করে চলেছে বিভিন্ন স্ট্রাটেজী ফলো করে। প্রথমে তারা চেষ্টা করেছে আন্দোলনকারীদের গাঞ্জাখোর বলে, বাজে মেয়ে বলেছে; এরপরে সেইটা ফেইল হলে রাজনৈতিক কানেকশন করতে চেয়েছে প্রটেস্টের সাথে; এরপরে সেটাও ফেইল হলে চেষ্টা করে লাকী আক্তারকে আক্রমন করার; সামনে আরো কিছু চেষ্টা করবে (দুঃখিত আমার জানা নেই সামনে ওদের স্ট্রাটেজী কি হবে কারণ বেজন্মার মত চিন্তাভাবনা সম্ভব নয় রাজাকার বিচার চাওয়ার প্যারালালি)।
আমার প্রস্তাবঃ
আপনারা যদি মেন্টালি উইক করে দিতে পারেন ছাগুদের তাহলে একসাথে সবাই (ব্লগার-পাঠক) উৎসাহ পাবে এবং আপনাদের পক্ষেও সম্ভব হবে সকল ক্রিটিসিজমকে চিরতরে মুছে দেয়া। এখন কথা হলো কিভাবে মেন্টালি উইক করবেন সেই প্রাণীকে যারা অলরেডি মেন্টালি সিক? উত্তরঃ ডিসপ্লে পিকচার দিয়ে...........কারণ আমার অবজারভেশন বলে সকল ছাগুর আইডি যেমন ভিন্ন তেমনি তাদের ডিসপ্লে পিকচারও ভিন্ন (সাধারনত সবুজ রংয়ের কিছু এবং অন্য কারো কপি নয়)। এরমানে হলো ওরা ডিসপ্লে পিকচারটাকে নিজেরমত করে ভাবে এবং ওখানে হিট করা মানে একদম জায়গামত হিট করা।
তাহলে কোন ছবি সাজেস্ট করছি আমি? উত্তর এইটাঃ
লিংকঃ http://media.somewhereinblog.net//images/authors/shopnobajbest-379631_509141499125110_608348141_n.jpg
প্রস্তাবটা ইমপ্লিমেন্ট করা কি খুব কঠিন?
উত্তরঃ না, না এবং না। আমি যেহেতু প্রগ্রামিংয়ের সাথে জড়িত সুতরাং আমি ভালোকরেই ধারণা করতে পারি যে এখন আমাদের ডিসপ্লে পিকচারের লিংকগুলো ডাটাবেজ জেনারেটেড। আপনাদের নতুন করে জাস্ট ওই জেনারেট হবার লাইনটা কমেন্ট করে দিয়ে এই ছবিটার ফিক্সড লিংকটা বসিয়ে দিতে হবে তাহলেই কাজ শেষ। আর আপনারা যখন অফিসিয়ালি সবার ডিসপ্লে পিকচার এভাবে জোর করে সবার দাবীর সাথে অ্যালাইন করে দেবেন তখন আপনাদের বিরুদ্ধেও আর কে কি বলবে?
এখানে কিছু ছাগু অবশ্যই প্রতিবাদ জানাবে কারণ এইটা একদম জায়গামত হিট করবে তাদের। এই ব্যাপারে সাজেশনঃ আমরা (সাধারণ ব্যবহারকারীরা) কোথাও আপনাদের সাথে একমত/দ্বিমত হইনি যে কখনো যদি আপনারা এমন স্টেপ নেন তাহলে আমাদের মতামতের প্রয়োজন আছে কিনা। সুতরাং যেখানে আলোচনাই হয়নি সেখানে আপনারাই সেফ সাইডে.................
****
পোস্ট পড়ার জন্যে (যদি পড়ে থাকেন) কৃতজ্ঞতা। আপাতত অনেক রিপোর্ট জমা পড়েছে নিশ্চয়ই, ওই ধাড়ি ছাগুগুলোকে খেদান।