আপনার বয়সের সাথে আপনার জন্মসাল যোগ করেন, দেখবেন যোগফল আসবে ২০২৪।
আমি যে মোটরসাইকেলে নিয়মিত চলাচল করি, সে বাইকওয়ালা আমার কাছ থেকে কোনো টাকা নেন না।
তিনি আমার কাছে, টাকা জমান। মাস শেষে একবারে নেন।
গত বছর সেপ্টেম্বরের কথা। অসময়ে তখন অত বৃষ্টি বাদলা নিয়ে তার সাথে আলাপ-চারিতার এক মুহূর্তে তিনি আমাকে বললেন, এই ২০২৩ সালটা, আজব একটা সাল, বুঝলেন ভাই।
আমি বলেছিলাম, কেন ভাই? কী হইছে?
- এই পৃথিবীতে যত মানুষ আছে, সবারই জন্ম সালের সাথে বয়স যোগ করলে ২০২৩ হয়।
আমি ব্যাপারটা শুনে চট জলদি, আমার জন্ম সালের এর সাথে বয়স যোগ করে দেখলাম ২০২৩ হয়৷
ব্যাপারটায় একটু অবাক হয়ে, পরক্ষণেই আবার চিন্তা করলাম, আমি জিনিসটা যোগ কেন করলাম? জন্মসালের সাথে বয়স যোগ করলে তো বর্তমান সালই আসবে। যেমন বর্তমান বয়সের সাথে জন্মসাল যোগ করলে ২০২৪ আসবে।
আমি বাইকওয়ালাকে আর কিছু বলিনি। সে তার মেয়ে, ছেলে, নিজের বয়সের সাথে জন্মসাল যোগ করে ২০২৩ বানিয়ে দেখাতে লাগলেন।
আমিও আগ্রহ সহকারে তা শুনতে লাগলাম।
মানুষের উচ্ছ্বাস নষ্ট করে দিতে নেই। সে একটা আজব জিনিস শিখে খুশি৷ খুশিটা নষ্ট করতে ইচ্ছা করলো না। আমি নিজেও তো খানিক সময়ের জন্য, ব্যাপারটায় অবাক হয়েছিলাম।