এই গোধূলি আমরা হারিয়ে ফেলেছি চিরতরে
এই সন্ধায় এই পড়ন্ত নীল রাত্রির পৃথিবিতে
আমাদের হাতে হাত দেখেনি কেউ
আমার জানালা থেকে আমি দেখেছি
দুরের পর্বত চূড়ায় সূর্যাস্তের উৎসব।
কখনো কখনো আমার হাতে
মুদ্রার মত পুড়ে যায় এক টুকরো সূর্য্য।
তোমার অবগত দূখঃ আমার
কঠিন দৃঢ়তায় জাপটে ধরে আমার আত্মা
আর আমি তোমাকেই মনে করি।
তুমি তখন কোথায় ছিলে?
অন্য কেই বা ছিল সেখানে?
কি সেই কথা?
তোমার দূরত্ব আমাকে কষ্ট দেয়
তারপরও আমাতেই কেন সমস্ত ভালবাসা ভর করবে হঠ্যাৎ?
বন্ধ বই পরে থাকে সবসময় গোধূলি সময়ে
আর আহত কুকুরের মত আমার নীল সোয়েটার
পাকানো থাকে আমার পায়ের কাছে।
তুমি সবসময় সবসময়ই সরে যাও
সন্ধা হতে গোধূলির পথে তোমারই প্রতিমূর্তিকে মুছে দিয়ে।
(পাবলো নেরুদা'র "Clenched Soul" অবলম্বনে)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




