আমার বয়স ২৬ মাস্টার্স এ অধ্যয়নরত ।
ছোটবেলা থেকে আমার সর্দি কাশি লেগেই থাকত ।
সামান্য বৃষ্টির পানি শরীরে পড়লো তো আর রক্ষানাই
জ্বর সর্দি কাশি সব এক সাথে জেঁকে বসবে ।
গত দু বছর যাবত নতুন সমস্যা দেখা দিযেছে
শীত কালে প্রচন্ড কাশি হয় সাথে স্বাসকষ্ট হয়
বিশেষত রাতের বেলায় কাশির তীব্রতা চরম আকার ধারন করে
সাথে স্বাসকষ্ট হয় । কোন কোন রাতে ঘুমাতেই পারি না মধ্যরাতে
জেগে উঠি ।(এক বার যক্ষার টেস্টও করিযে দেখেছি উই ধরনের সমস্যা নেই)
ডাক্তারের কাছে গেলে টোফেন সিরাপ লিখে দেন
তবে এতে তেমন কাজ হয় না এখন । বর্তমানে ইনহেলার ব্যবহার করি কাশি
আসলে ।
আমি হলে থাকি বুঝতেই পারছেন কেমন বিব্রতকর আবস্থায় পড়ি ।
কেউ যদি এ আসহনীয় যন্ত্রনা থেকে পরিত্রানের সঠিক পথ বাতলে দেন সারা জীবন স্মরন রাখব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




