কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মুক্তিযুদ্ধে যাদের কোন ভূমিকা নেই তারা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা থাকে না। বর্তমানে মুক্তিযুদ্ধের ধারক-বাহক একটি শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে নামে মাত্র। আওয়ামী লীগের
মধ্যে বিন্দুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা নেই। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনার একদিন না একদিন জয় হবেই।
শনিবার টাঙ্গাইল মুক্ত দিবসের ৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পর ঢাকার বাইরে একমাত্র টাঙ্গাইলে এসে আমাকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিয়েছিলেন। আজ তার মেয়ে শেখ হাসিনা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে চেনে না।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুস সবুর খান বীরবিক্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু মো. এনায়েত করিম, হামিদুল হক খান মোহন, হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, এডভোকেট রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
(শীর্ষ নিউজ ডটকম/ প্রতিনিধি/ জেডআর/ সস/ ১৭:৪০ঘ.)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




