:মহান বিজয় দিবসের প্রথম প্রহর শুরুর আগেই ময়মনসিংহের গৌরীপুর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির। এ সময় প্রতিমন্ত্রী ও তার অনুসারীদের পায়ে জুতা ছিল।
এদিকে জুতা পায়ে স্মৃতিসৌধে উঠে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের নামে প্রতিমন্ত্রী শহীদদের অপমান করেছেন বলে দাবি করেছেন খোদ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই।
সূত্র জানায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৪২ মিনিটে জুতা পায়ে নিজের অনুসারীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, ৬নং বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। তাদের পায়েও জুতা ছিল।
Click This Link
প্রতিমন্ত্রী ও তার অনুসারীদের অবাক করা এ কাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী বলেন, ‘জুতা পায়ে একজন প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নামে উল্টো শহীদদের অবমাননা করেছেন।’
এ ব্যাপারে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের পূর্বে পুষ্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি নিজের অশ্রদ্ধা প্রদর্শন করেছেন।’
এ বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস স্থানীয় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে আপত্তি জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




