স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, “বর্তমানে একজন ক্ষেত মজুর দৈনিক ১৫ কেজি চাল আয় করে ঘরে ফেরেন যা শায়েস্তা খাঁর আমলে ছিলনা। তাই শেখ হাসিনার সরকারের উন্নয়ন শায়েস্তা খাঁর আমলকে ছাড়িয়ে গেছে।”
Click This Link
শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সম্মেলন ২০১২’তে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, “আমি রংপুরের ভুরুঙ্গামারিতে গিয়েছিলাম। সেখানে একজন ক্ষেত মজুর দৈনিক ৩০০ টাকা আয় করেন, যা দিয়ে ১৫ কেজি চাল কেনা যায়। এই দেখে বোঝা যায় যে দেশের উন্নয়ন শায়েস্তা খাঁর আমলকে ছাড়িয়ে গেছে। দেশে এখন মঙ্গা বলতে কিছু নেই।”
বর্তমানে দেশের ৯৯ দশমিক ৩৭ ভাগ ছেলেমেয়ে লেখাপড়া করছে উল্লেখ করে তিনি বলেন, “যারা অষ্টম শ্রেণী পাশ করে দেশ চালানোর মতো দু:সাহস দেখায়, তাদের দ্বারা দেশের শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।”
দেশে বর্তমানে কিছু স্বল্প শিক্ষিত লোক উন্নয়ন খুঁজে পায়না অথচ দেশের অনেক উন্নয়ন হয়েছে।
মন্ত্রী বলেন, “দেশের যতোগুলো গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সব শেখ হাসিনা সরকারের আমলে তৈরি। দেশের যতো বড় বড় সেতু হয়েছে সবগুলো বর্তমান সরকারের আমলে হয়েছে।”
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর প্রমুখ.
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




