
অনেক মূল ধারার হিন্দু অবশ্য ইসকনের ধর্মীয় দৃষ্টিভঙ্গির সাথে একমত না। তারা হয়তো এটা থেকে দূরে থাকে। অনেকের মতে ইসকনের মূলে আছে আন্তর্জাতিক ইহুদি শক্তি। শোনা যায় বাংলাদেশের নিম্ন বর্গের হিন্দুরা অন্য হিন্দুদের চেয়ে ইসকন দ্বারা বেশী প্রভাবিত হয় ও এদের মতবাদের প্রতি সমর্থন দিয়ে থাকে। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ইসকনের বিরোধ নেই বরং অনেক প্রতিবাদ কর্মসূচীতে এই দুই সংগঠন এক সাথে কাজ করেছে। কিন্তু ভারতে ইসকনের প্রভাব বাংলাদেশের চেয়ে কম বলেই মনে হয়।
তাহলে প্রশ্ন জাগে বাংলাদেশের হিন্দুদের একটা বড় অংশ যারা সরল মনে এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ইসকনকে সমর্থন করছে তারাও কি তাহলে এই অনেকের দাবীকৃত উগ্র মতবাদের ইসকনকে সমর্থন করার কারণে উগ্র বলে চিহ্নিত হবে? অনেকে ধর্মীয় কারণে এদের সাধারণ সদস্য পদ গ্রহণ করেছে। এদের সম্পর্কে আমাদের অবস্থান কি হবে। বলা হবে কি যে যেসব হিন্দু ইসকনের সাধারণ সদস্য তারাও উগ্র মতবাদে বিশ্বাসী? অথবা ইসকনের মন্দিরে কাউকে দেখা গেলেই তাকে সন্দেহ করা হবে?
সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা বুঝতে পারি যে অনেকের মতে ইসকন সংশ্লিষ্টতা মানেই বিরাট বড় একটা অপরাধ। আমরা তো বুঝে বা না বুঝে আমাদের দেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধরমালম্বিদেরকে উগ্র মতবাদের অনুসারী বানিয়ে ফেলছি। এই ধরণের চিন্তা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা হুমকি বলে আমি মনে করি।
এই ধরনের চিন্তার সারমর্ম হল ইসকন যেহেতু (অনেকের মতে) উগ্র সংগঠন এবং যেহেতু হিন্দুদের একটা উল্লেখযোগ্য অংশ এদের মন্দিরে যায় বা এদের কর্মসূচীতে অংশ নেয় বা সাধারণ সদস্য তাই এই হিন্দুরাও উগ্র। কারণ আমাদের অনেকেই মনে করে ইসকন সংশ্লিষ্টতা মানেই ভয়ানক একটা অপরাধ। কিন্তু আমাদের মানা উচিত যে ইসকন এই দেশে বৈধভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এরা কোন আন্ডারগ্রাউন্ড সংগঠন না। সঠিক সংখ্যা না জানলেও বহু সাধারণ হিন্দু বাংলাদেশে ইসকনের সমর্থক।
ইসকনের উদ্দেশ্যের মধ্যে কি ভাল কি খারাপ এটা আমি জানি না। খারাপ কিছু থাকলে সেটার দায় ভার ইসকনকে নিতে হবে। কিন্তু যেভাবে ইসকনকে ভয়ংকরভাবে দেখানো হচ্ছে তাতে দেশের অসংখ্য সাধারণ মানুষ হিন্দু হওয়ার কারণে উগ্র মতবাদের অনুসারী বলে ট্যাগ খাবে। এটা এই দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য একটা অন্তরায়।
ইসকনের ব্যাপারে ঢাক ঢাক গুড় গুড় না করে আমাদের উচিত এই সমস্যার একটা সমাধান করা। আমাদের অজান্তেই ধর্মীয় কারণে আমরা আমাদের সাধারণ হিন্দু ভাইদের সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছি। এটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা বড় হুমকি। কোন হিন্দু অপরাধ করলেই তার সাথে ইসকনের যোগসূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইসকনের কারণে সাধারণ হিন্দুদের সন্দেহ করাটা সঠিক হচ্ছে না বলে আমার মনে হয়।
ছবি - জার্নি উইথ শান্তনু'র চ্যানেল (ইউটিউব)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




