জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন সংস্কার কমিটি করেছে। পোস্টে ছবি দেওয়া আছে। এই কমিটিতে একজনও ইসলামপন্থী নেই। সেকুলার আর বামরা মিলে ঠিক করবে আপনার সন্তান কী পড়বে! এখানে কিছু ইসলামপন্থী শিক্ষাবিদ এবং দু'একজন আলেম থাকা জরুরি ছিলো না?। রক্ত দেয় ইসলামপছন্দ জনতা, ফল খায় রাম বাম ও মহফুজ-মজহাররা।

সংবিধান সংশোধন কমিটির প্রধান হচ্ছে বদিউল আলম মজুমদার। এই মালটা একখান মূল্যবান কথা কইছেন! ঘরোয়া আলোচনায় কইছেন নতুন সংবিধান রচনা করে গণভোটে দিলে তাদের ধর্ম নিরপেক্ষতা রাখা সম্ভব হবে না। সুতরাং জনগণের অভিমতের ভয়ে গণভোট দেওয়া থেকে বিরত থাকার পক্ষে তিনি। এবার বুঝে নিন কোন তরিকার লোক বসানো হয়েছে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশের জন্য।
সর্বদাই দেশের সংখ্যা গরীষ্ঠ মানুষের বিরুদ্ধে এদের অবস্থা।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


