মির্জা ফখরুলের সিঙ্গাপুর ভ্রমণের ব্যাপারে বেশকিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম।
২৪ আগস্ট, ২০২৩
মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। ফেরত আসেন সেপ্টেম্বরে। ঠিক এই সময়ে সিঙ্গাপুরে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী অবস্থান করছিল। ফাইনান্স মিনিস্টার নির্মালা সিতারামান, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পিয়ুস গোয়াল তার মধ্যে গুরুত্বপূর্ণ।
বিগত ৫ সেপ্টেম্বর
হাসিনা পালানোর ১ মাস। মির্জা ফখরুল আবারও চেকআপের জন্য সিঙ্গাপুরে। এসময় সিঙ্গাপুরে কে এসেছিল আপনাদের মনে আছে? স্বয়ং নরেন্দ্র মোদী।
৪ মার্চ ২০২৪
চেকআপের জন্য সিঙ্গাপুরে মির্জা ফখরুল। ১৯ দিনের মতো অবস্থান করেন। ১৩-১৫ মার্চ Indian Coast Guard এর Director-General এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বহর সিঙ্গাপুরে আসে মিটিং করতে। এখানে ভারতের National Security Advisor অজিত দোভালের উপস্থিতির গুঞ্জন শোনা যায়। তবে প্রকাশ্য সোর্স পাওয়া যায় নাই। অজিত দোভালকে বলা হয় ভারতের জেমস বন্ড, সে ট্রেস রাখতে পছন্দ করে না। ২৩ মার্চ আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও সিঙ্গাপুরে ছিলেন।
দেখা যাচ্ছে মির্জা ফখরুল যখনই চেকআপের জন্য সিঙ্গাপুরে যান, তখনই ভারতের কোনো না কোনো হাই অফিসিয়াল সেখানে উপস্থিত থাকে। এসব কি নিছক কো-ইন্সিডেন্স? মির্জা ফখরুলের লীগ ও ভারতপ্রীতিকে কি নিছক দুর্বলতা মনে হওয়ার সুযোগ আছে? বিএনপির ভারতবিরোধী ফ্রাকশন ধ্বংস হয়ে যাওয়া, বাবরকে সাইডলাইনে ফেলে দেওয়া আর ইস্কনের পক্ষে কথা বলার সাইন্স আঁচ করতে পারছেন?