আমি মূলত চিৎকাৎ ফটোগ্রাফী তেমন করি নাই। অনুরোধে ঢেকি গেলা হিসাবে কয়েকজনের ছবি তুলেছি। তাছাড়া প্রকৃতি ও কর্মময় জীনের ছবি তোলাই আমার মূল ইচ্ছা।
২০১১ সালে প্রথম ক্যামেরা কিনি। এরপর ২০১২ সালে এসে ভালো মানের একটা ক্যামেরা। এই গ্রুপ ঐ গ্রুপের সাথে ঘোরাঘুরি; ছবি তোলা, আর নিজের ব্যবসা সামলানো; এই জীবন।
ছবিটার শিরোনাম লিখেছিলাম Lonely Soilder
Lonely Soilder ছবিটা আমার ফটোগ্রাফী জীবনের একটা Lonely Soilder! অত্যন্ত ভালোবাসা-ভালোলাগার এই ছবিটির পিছনে আমার একটা আফসোস আছে। সেটা অন্য গল্প। ছবির গল্পে ফিরি।
২০১৪ সালের জানুয়ারীর ১৬ তারিখ। দিনটি হরতালের দিন ছিলো। খুব সম্ভবত ভোট পরর্বতি হরতাল। একজন মাথাগরম টাইপের ফটোগ্রাফারের সাথে তখন খুব ভালো সম্পর্ক ছিলো। খুব ভোরে তাকে ঘুম থেকে উঠিয়ে চলে গেলাম কমলাপুর রেলস্টেশনে। যদি কিছু ছবি পাওয়া যায়।
ঐ সময়টাতে টুকটাক কিছু ছবি বিক্রি করতে পারতাম। যেহেতু ব্যবসায় মন্দা চলছে; তাই টার্গেট ছবি থেকে যদি আর একটু বেশী কিছু পাওয়া যায়। পুরা ভোর আর সকাল প্রায় মাটি করে দিয়ে কোন ছবিই পেলাম না। অন্য ফটোগ্রাফার ম্যাডাম তখন ত্যাক্ত-বিরক্ত-উত্যাক্ত হয়ে বসে পড়েছেন। আমিও প্লাটফর্মে তার সাথে পা দুলিয়ে দিয়ে বসে আছি। আশা যদি কোন চা ওয়ালা হাজির হয়।
কোন একটা কারণে বসা থেকে উঠে দাড়িয়েছি; সামনেই বসে আছেন বৃদ্ধ একজন মানুষ; পিছনে পুরা প্লাটফর্ম ফাঁকা। পুরা প্লাটফর্ম, পুরা দৃশ্য যেন একটি জীবনের গল্প বলছে!
হঠাৎ করেই আমার বুকের মধ্যে হুহু করে উঠলো; মনে হলো যেন আমার জীবনও হয়ত এমনই হতে যাচ্ছে। পিছন ফিরলে যেন সবই শুন্য; আর সামনে চলার জন্য ভরসা যেন ক্রাচ; আর আমি বসে আছি অথর্ব হয়ে; পা হারিয়ে।
খুব ধীরে ক্যামেরটি চোখে নিয়ে ক্লিক করলাম; সময় যেন আমার জন্য থেমে ছিলো। একটি মাত্র ক্লিক, তার আগে ও পরে পুরো প্লাটফর্ম ফাঁকা ছিলো না; দু একজন লোক ছিলো। কিন্তু ক্লিকের ঠিক ঐ মুহুর্তে পুরো প্লাটফর্ম ফাঁকা।
ছবি তোলার কয়েক সেকেন্ডের মধ্যে বৃদ্ধও উঠে দাড়ালেন। ক্রাচে ভর করে আমাকে পিছনে ফেলে হেটে এক সময় প্লাটফর্মের অন্য মাথায় হারিয়ে গেলেন।
ভালোবাসার এই ছবিটি শুধু ডিজিটাল একটি মাধ্যমে নয়; বরং অন্তরের মধ্যে গেথে গেলো। প্রচন্ড ভালোলাগা থেকে গেলো ছবিটার সাথে।
পরবর্তি কয়েক বছর ফেসবুকে আমার কাভার পিকচার হিসাবে এই ছবিটি ছিলো।
আফসোসের কথা বলেছিলাম না? এই ভালোবাসার ছবিটি কেন যেন কারওই ভালো লাগেনি। কারও কাছে এডিটেড মনে হয়েছে! যতগুলি এক্সিবিশনে ছবিটি দিয়েছি; কেউ ওয়েটিং লিষ্টেও রাখেনি। বিদেশের মাটিতে কয়েক জায়গায় ছবিটির বেশ সুনাম পেয়েছি; কিন্তু.....
Lonely Soilder নিজেই Lonely..... তবুও ভালোবাসা বয়ে নিয়ে চলে.... জীবনের প্রতি, নিজের প্রতি, ফটোগ্রাফির প্রতি....
ছবিটি বড় করে দেখতে পারেন এখানে ক্লিক করে
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৫৫