গ্রামের এক কৃষকের ছেলেরবিয়ে। গরিব কৃষক তার ছেলের জন্য দামি কোন পোষাক কিনে দিতে পারেন নি। পাশের বাড়ির এক আত্বিয়ের কাছে থেকে একটি শেরোয়ানি ধার করেছেন। তখনকার সময়ে শেরোয়ানির কদর ছিল খুব বেশি। বিয়ের দিন বিয়ের আসরে সবাই বসে আছেন। এমন সময় একজন লোক এসে জিজ্ঞেস করলেন, ভাই বর কোনটা ?
যথাসময়ে শেরেয়ানির মলিক ও উপস্থিত ছিল।
সে বলল - ভাই ইনিই হচ্ছেন বর , তবে শেরোয়ানিটি আমার।
বরের বাবা অত্যন্ত রেগে বললেন - শেরোয়ানিটি আপনার তা বলার কি দরকার ছিল ?
শেরোয়ানির মালিক বলল - তাইতো ! তা বলার কি দরকার ছিল ?
ভুল হয়ে গেছে।
কান্ড দেখে সবাই চুপ হয়ে গেলেন।
কিছুক্ষন পরে আরেকজন এসে জিজ্ঞেস করল - ভাই বর কোনটা ?
শেরোয়ানির মালিক বললেন - ইনিই বর , তবে শেরোয়ানিটি আমার নয়।
বরের বাবা আবার রেগে বললেন - শেরোয়ানিটি যে আপনার নয় তা বলার-ই বা কি দরকার ছিল ?
শেরোয়ানির মালিক বলল - তাহলে কি বলব ?
বরের বাবা বললেন - শেরোয়ানি সম্পর্কে কোন কথাই উঠবে না।
শেরোয়ানির মালিক বললেন ঠিক আছে।
ঠিক তার পর পরই আরেকজন এসে জিজ্ঞেস করল - ভাই বর কোনটা ?
শেরোয়ানির মালিক বললেন - ইনিই বর , তবে শেরোয়ানিটি সম্পর্কে কোন কথাই উঠবে না।
অগত্যা বরের বাবা দেখলেন ইনার সাথে পারা খুব মুশকিল তাই তিনি ছেলের গায়ের শেরোয়ানি
খুলে দিলেন।
(শেষ কথা ঃ গোঁড়া লোকদের সাথে তর্ক করা ঠিক নয়।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




