



শুধু এই ৪ টা নিউজ অনুযায়ীই টোটাল ৭০,০০০ কোটি টাকা লুট হইসে, ডলারের হিসেবে অলমোস্ট ৭ বিলিয়ন ডলার।
পদ্মা সেতু সহ সব বড় প্রকল্পেই সরকার প্রয়োজনের কমপক্ষে ৩ গুণ খরচ করসে। পদ্মা সেতুর বাজেটের জন্য ভিক্ষা করসে, অথচ এদিকে সমপরিমাণ টাকা গিলসে আরমসে, দেশটাকে ভিক্ষুক সাজাইসে, প্রতিবছর ভিক্ষার থলি নিয়ে ৫ বিলিয়ন ডলার আনতে বের হয়, অথচ এমন কত ৫ বিলিয়ন ডলারের চুটকিতেই সরায় ফেলসে। কিছু প্রকল্পের বাজেট:
পদ্মা সেতু: ৩.৬ বিলিয়ন ডলার
শাহজালাল এয়ারপোর্টের ৩ নং টার্মিনাল: ২.৫ বিলিয়ন ডলার
পদ্মা রেল লিংক: ৪.৬ বিলিয়ন ডলার
বঙ্গবন্ধু রেল ব্রিজ: ১.৬ বিলিয়ন ডলার
রুপসা রেল ব্রিজ: ০.৫ বিলিয়ন ডলার
কর্ণফুলী টানেল: ১.২ বিলিয়ন ডলার
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ১.৬৩ বিলিয়ন ডলার
চিটাগং এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ৪ বিলিয়ন ডলার
চিটাগং-কক্সবাজার রেললাইন: ২.১৩ বিলিয়ন ডলার
মেট্রোরেল এর MRT-6 লাইন: ২.৮ বিলিয়ন ডলার
বাকীসব লাইন: ১৬ বিলিয়ন ডলার
রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট: ১২.৬৫ বিলিয়ন ডলার
পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প: ২.৪৮ বিলিয়ন ডলার
বঙ্গবন্ধু স্যাটেলাইট: ০.৭ বিলিয়ন ডলার(প্রায়)(এখন অব্দি)
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: ১০০ বিলিয়ন ডলার!!
আরো যা আছে কমবেশি মিলিয়ে ২৫০ বিলিয়ন ডলারের প্রকল্প হবে সব বড়গুলা মিলিয়ে(আরো ১০০ বিলিয়ন হবে ছোটগুলা মিলিয়ে), যেখানে দেশের নমিনাল জিডিপিই ৪৫০ বিলিয়ন ডলারের আশেপাশে। পাশাপাশি এই ২৫০ ডলার বাজেট যে রাখসে, এই কাজ আরামসে ৭০-৯০ ডলারে ভিয়েতনাম, জাপান ওরা করতেসে, অথচ ওদের মজুরি খরচ আমাদের চেয়ে বেশি!
এরপর আমাদের যতটুকু বাজেট দেয়া হচ্ছে, ততটুকুর মধ্যে কতটুকু দূর্নীতি যে হয় সেটা আমরা সবাই জানি,চিটাগং - কক্সবাজার রেললাইন ডুবে গেসিলো মনে আছে? ২ বিলিয়ন ডলার দিয়ে কিন্তু বানানো সেটা।
মানে ২৫০ বিলিয়ন ডলারের বিপরীতে আমার ধারণা ৫০ বিলিয়ন ডলারের কাজও হয় নাই, বাকীটা লুটপাট হইসে, মজুরি খরচ দিসে কম, মাল দিসে দুই নম্বর, হিসাবে করসে গরমিল, আর হরিলুট চালাইসে।
পাশাপাশি ব্যাংকেও লুট চালাইসে, এই ৪ টা বাদেও আমার ধারণা এমন গরমিল ধরলে দেশে ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যাংক, ব্যাবসা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট জনিত লুটপাট হইসে।
লোন আনসে প্রতিবছর, দান নিসে প্রতিবছর, অইগুলারও ৭০% মেরে দিসে।
অথচ হাসিনারে কে অধিকার দিসিলো দেশটাকে ভিক্ষুক বানায়া ভিক্ষার থলি হাতে ঘুরে বেড়াইতে? আমাদের দেশ গরীব? মোটেও গরীব না, গরীব বানানো হইসে!
২০ কোটি জনসংখ্যার দেশে ১০ কোটি মানুষ ১০০০ টাকা করে ট্যাক্স দিলেও ১ বিলিয়ন ডলার উঠে যায়, ব্যাবসা বানিজ্য আর শুল্ককর বাদই দিলাম, এই দেশ এর সরকার গরীব হয় কিভাবে?
এইসব বড় বড় ইউজলেস মেগাপ্রজেক্ট, শেয়ার বাজারে লুটপাট, লীগের পোষা ব্যাবসায়ীদের লোন দিয়ে ব্যাংক খালি করা, প্রত্যেক জায়গায় চাঁদা এগুলো দিয়ে আমাদের অর্থনীতি পঙ্গু বানায় দিসে, আমাদেরকে ১৫ বছর পিছনে নিয়ে গেসে।
আমি অনেক লজ্জিত এইসব চোখের সামনে দেখসি, ওরা যা বলসে বিশ্বাস করসি, জীবনে খাতা কলম নিয়া বইসা হিসাব করে দেখি নাই। কখনো শিখতেই পারি নাই যে এগুলো আমার সম্পদ, আমার অধিকার এগুলোর হিসাব করা, আমার দায়িত্ব হিসাব দেখে প্রশ্ন করা, এগুলো হাসিনা বা তার বাপের না।
আমাকে আমাদের অর্থনীতি অনেক ভাবায়, এত্ত সুন্দর সম্ভাবনাময় একটা দেশ, এভাবে ভিখারি হয়া যাইতে পারে না।
জানি না এসব লুটপাটের টাকা কতটুকু দেশে আছে, কতটুকু বাইরে চলে গেসে। আমার শুধু একটাই চাওয়া দেশে থাকা সব সম্পদ যেন জব্দ হয়, রাষ্ট্রের কোষাগারে যায়, মেগাপ্রজেক্টগুলার ইনভেস্টিগেশান হোক, জালিয়াতিতে জড়িতদের শাস্তি হোক, ওদের থেকে সম্পদ উদ্ধার করা হোক, একটা টাকাও যেন ছাড় না পায়।
আর এই এস আলম গ্রুপের সকল সম্পত্তি সরকার অধিগ্রহণ করুক, যদি ওদের লোন ব্যাক করার টাকা না থাকে, দেশের সাধারণ মানুষের জন্য একরকম নিয়ম আর ব্যাবসায়ীদের জন্য আরেক, এই প্রথাকে কবর দিতে হবে তা না হলে দেশের ক্ষত কোনোদিনই ঠিক হবে
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




