
এই টানেল বানাইতে ১.১ বিলিয়ন ডলার খরচ করসে, দৈর্ঘ্য ৩ কিমি এর মতো, বানাইতে ৭ বছর লাগাইসে, কার্যকারিতা? অজানা।
পৃথিবীর সবচেয়ে বড় Undersea Expressway Tunnel হলো নরওয়ে এর Rogfast Tunnel, যার দৈর্ঘ্য ২৭ কিমি, ভূমি থেকে যেটা সর্বোচ্চ ৩৯২ মিটার গভীর, এবং ডেনমার্ক আর নরওয়ে দুইটা দেশকে কানেক্ট করে। বাজেট কত জানেন? ১.৭ বিলিয়ন ডলার।
আগামী বছরই কাজ শেষ হবে, শুরু হইসে ২-৩ বছর আগে। অথচ ওদের ইঞ্জিনিয়ার, শ্রমিক, ডিজাইনারদেরকে আমাদের চেয়ে ৫-১০ গুণ বেশি পে করা লাগে। বঙ্গবন্ধু টানেলে সিভিল ইঞ্জিনিয়ারদের বেতন ছিলো ২৫-৫০ হাজার টাকা, সফটওয়্যার স্বল্পমূল্যে আউটসোর্সিং করায় নিসে দেশি ফার্ম থেকে, আর ১০০ টা সিসি ক্যামেরা লাগানো আছে যার ৫০ টাই স্পনসরড বিভিন্ন কোম্পানি দ্বারা। ভাই কই লাগসে এত টাকা? কই গেসে? ওরা ২৭ কিমি বানাচ্ছে ১.৭ বিলিয়ন ডলার দিয়ে, আমাদের কেনো ৩.৩ কিমি বানাইতে ১.১ বিলিয়ন ডলার লাগবে? তাও সেটা Undersea না, যেখানে আমাদের লেবার কস্ট ৫-১০ গুন কম। সঠিকভাবে বানানো হলে এটা ২০০ মিলিয়ন ডলারেই মানে ৫ ভাগের এক ভাগ খরচেই বানায় ফেলা যাইতো আরামসে।
আর এই টাকা আসছে কই থেকে?
১.১ বিলিয়ন ডলার মানে তো ১১০০ মিলিয়ন, এর মধ্যে ৫০০ মিলিয়ন ওরা লোন আনসে চায়নার একটা ব্যাংক থেকে(!) যেটা ২০ বছরের মধ্যে ২% ইন্টারেস্ট এ ব্যাক করতে হবে, আর বাকী ৬০০ মিলিয়ন সরকারি কোষাগার থেকে। আর এই টানেলে টোল হলো ২০০-১০০০ টাকা। এর মধ্যে যেসব গাড়ি সর্বোচ্চ সং্খ্যক চলবে সেগুলোর টোল ২০০ টাকা, বড় বড় বিশাল 4XL সাইজের ট্রাকগুলার টোল ১০০০ টাকা যেটা নাকি এই রোডে বেশি চলবেই না।
তাহলে ভাবুন, ডেইলি ১০০০ গাড়িও যদি যায় এর ভেতর দিয়া, ৩৬৫ দিনই যদি ১০০০ গাড়ি গড় এ টোল দেয় ২০০ টাকা করে, তাহলে বছরে উঠে ৭.৩ কোটি টাকা, ২০ বছরে উঠবে ১৪৬ কোটি টাকা। মানে মাত্র ১৫ মিলিয়ন ডলার উঠবে, এর মধ্যে ৫ মিলিয়ন তো ২০ বছরে রক্ষণাবেক্ষণ আর বেতন দিতেই যাবে এখানে যারা চাকরি করবে ওদেরকে(কমই ধরসি এটা)। তার মানে ২০ বছরে এটার নেট কামাই ১০ মিলিয়ন ডলার, ধরে নেন আমার হিসাব ভুল, ৫ গুণ বাড়ায় দিলাম, তাও ৫০ মিলিয়ন ডলার। যেখানে আমাদের ফেরত দিতে হবে ৫০০ মিলিয়ন সাথে এটার উপর ২% ইন্টারেস্ট। মজার হিসাব কি জানেন, ৫০০ মিলিয়ন ডলারের ১ বছরের ২% ইন্টারেস্টই ১০ মিলিয়ন ডলার। মানে এই টানেলের ১ বছরের ইন্টারেস্ট এর টাকা তোলার সামর্থ্য আছে শুধু ২০ বছরে। অথচ কোন হিসেবে ওরা ৫০০ মিলিয়ন ডলার লোন নিলো, তাও চীন থেকে?
ভাই দেশে এমন দূর্নীতি হইসে বুঝসেন, যেটা হিসাবের বাইরে। আগে ভাবতাম হয়তো ১০% মারে টাকা, না এটা ভুল, আসলে ৯০% ই মারে। এই টানেল ১০০ মিলিয়ন ডলারেই সম্ভব ছিলো, যেটা বানাইতে ১১০০ মিলিয়ন ডলার খরচ করসে। এতদিন অন্ধ ছিলাম ভাই!
সবচেয়ে বড় জোক কোনটা জানেন? ৯০% টাকা মারসে, দেশরে চায়নার লোনের ট্র্যাপে ফালাইসে, পাশাপাশি জিনিসটার নামও বাপের নামে কইরা নিসে,"বঙ্গবন্ধু টানেল" :v
এখন এই টানেল নাকি গাড়িশুন্য, আর এত হিসাব দেখাইসি সবই দৈনিক ১০০০ গাড়ির যাতায়াত ধরে :v
(১ বিলিয়ন=১০০০ মিলিয়ন)
রেফারেন্সঃ
১। https://www.ittefaq.com.bd/696543
২। Click This Link
৩। https://en.wikipedia.org/wiki/Rogfast
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




