চেষ্টা করছি পুরো ব্যপারটা গুছিয়ে তুলে ধরতে।
ওর কাছে একটা জিনিস ছিল। সেটা শেখা (আমার ছোট বোন) পালটিয়ে নিল অন্য জিনিস দিয়ে। কিভাবে যে ও তামিমকে (আমার ভাগ্নে) রাজি করালো বুঝলাম না। তামিম হাতে নিয়ে দেখলো নতুন জিনিটা। তারপর দাম কত জানতে চাইল, এও সন্দেহ পোষন করল, এটা ফ্রী পেয়েছে কিনা। এরপর পরিমান মাপল, ওকে কি কম দেয়া হয়েছে কিনা, বেশিটা নিয়ে। তারপর জানতে চাইল, নতুন জিনিসটা ঠিক মতোন কাজে দিবে কিনা। সবশেষে জানতে চাইল শেখার কি লাভ হবে, তামিমের সেই জিনিসটা নিয়ে...
আমার মনে হয় জিনিস গুলোর নাম না বলাতে আপনারা হয়তো খুব একটা বুঝতে পারেন নি। তবে আমি যা শিখলাম, কারো কাছ থেকে কোন কিছু কিনলে দেখতে হবে...
1। দাম ঠিক আছে তো।
2। পরিমান কি ঠিক মতোন পেয়েছি।
3। গুনমান কি ঠিক আছে?
4। যার কাছ থেকে কিনলাম, সে কিরকম লাভ করেছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



