বেশ এবার বড় শিশুদের কথায় আসি। আমার সাথে যারা ফোনে বেশিক্ষন কথা বলে সবারই ঘুম চলে আসে। দেখা যায় ফোন রেখে দিলে ঘুম গায়েব। একজন তো ঘুমিয়েই পড়ল। কিছুক্ষন ভারী নি:শ্বাসের শব্দ শুনলাম। জোরে জোরে ডাকলাম। নাহ, ঘুম ভাংগার কোন লক্ষন দেখা দিল না। মহারাজ নাকি একবারে সকালে মায়ের ডাকে উঠেছেন, অফিসে যাবার সময়!
বেশির ভাগ সময় দেখি লোকজন হাই তুলতে থাকে, বাধ্য হয়েই তাড়াতাড়ি ফোন রেখেদেই। পরে যদি ঘুমিয়ে পড়ে
বি:দ্্র: ছবিটা আমাকে ঈপ্সিতা পাঠিয়েছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




