
আবারো পুরন ফর্মে ফিরেছে তালিবান । প্রথমে সারা দেশে এবং আজ সন্ধ্যায় কাবুলে সঙ্গীত নিষিদ্ধ করেছে।
১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল করার পর কিছু সংবাদমাধ্যম তাদের মহিলা অ্যাঙ্করকে সরিয়ে দেয়। কাবুলের স্থানীয় গণমাধ্যমগুলোও জানিয়েছে যে, অধিগ্রহণের পর থেকে বেশ কয়েকজন নারী কর্মীকে তাদের কর্মস্থল থেকে ফিরে যেতে বলা হয়েছে। টি ভি অ্যাংকরদের পেছনে সশস্ত্র তালিবান রক্ষী দাড়িয়ে থাকছে । ভারতের অভিনেতা নাসিরুদ্দিন শাহ টুইটার ক্লিপে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে ।
কাকতালীয়ভাবে অ্যাবা ৪০ বছর পরে ১০ টি গানের অ্যালবাম বের করেছে আজ।
আপডেট চলবে
# আগামি একমাসের মধ্যে আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দেবে । পেটে ক্ষুধা থাকলে বিপ্লব সফল হয়না ।
# পাঞ্জশিরে হাড্ডা হাড্ডি লড়াই চলছে মাসুদ বাহিনী বনাম তালেবান । পাঞ্জশিরের পাহাড়ি অবস্থান ভেদ করা তালেবানদের জন্য কঠিন বটে ।
# মোল্লাহ বারাদার আফগান সরকার প্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন । রয়টার্স , এই মুহূর্তের খবর ।
নাসিরুদ্দিন শাহ Nariruddin shah
#আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্বে থাকবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার। তিনটি সূত্রের বরাতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানও এই মোল্লা বারাদার। একইসঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন। এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষ নেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



