
পানশিরে কিছু একটা হয়েছে কিন্তু পরিস্কার কোন খবর মিলছেনা । আহমেদ মাসুদ বলছে পানশির তাদের দখলে , ওদিকে তালেবান বলছে তিন সপ্তাহের ভীষণ যুদ্ধের পর পানশির তারা কব্জা করেছে । আল জাজিরা থেকে একটি মাত্র ছবি পাওয়া গেল । পানশির দখল হলে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশ তালেবানদের দখলে গেল ।
আপডেট দিতে থাকব ---------
# তালেবান বলছে তারা কাতার , ইরান, তুর্কি , রাশিয়া , চায়না কে তাদের বিজয় উৎসবে যোগ দিতে আমন্ত্রন জানিয়েছে । সুত্র টুইটার ।
# আহমেদ মাসুদ রেডিও বার্তায় ঘোষণা দিয়েছে তাদের অবস্থান অটুট আছে । টুইটার

এই মুহূর্তে মাসুদের টুইট


# ব্লগার তানভীর জুমারের কমেন্ট থেকেঃতানভির জুমার বলেছেন: পানশিরের পতন হয়ছে গতকাল রাতে আজ সকালে তালিবান অফিসিয়ালী এনাউন্স করেছে। মাসুদ প্রথমে অনেক হুমকি দমকি দিয়েছে তালিবান কে, তালিবান আলোচনার মাধ্যেমে সমাধান করার প্রস্তাব দিয়েছিল ৩-৪ বার। মাসুদের বাপের বন্ধুদের দিয়ে তাকে বুঝানো হয়েছে তালিবানদের সাথে এক হতে কিন্তু সে কিছু অবাস্তব শর্ত দেয় ১) তাকে তালিবান সরকারে ৩০% শেয়ার দিতে হবে ২) পানশিরের যতগুলো অস্ত্র আছে তা এখানে থাকবে ৩) পানশিরের বাইরের কারো কোন কথা বা আদেশ চলবে না। অন্যের প্ররোচনায় যুদ্ধ করেছে। প্রকৃতপক্ষে তার কাছে রসদ ছিল না তার ফ্যামিলীর মানুষ গতকাল মারা পরছে। এখন সে কোথাও লুকিয়ে আছে। ফ্যান্স,ইন্ডিয়া আমরুল্লা সালেহ এদের জন্য আজকে এর এই অবস্থা। টুইটার দেখেন লাইভ আপডেট পাবেন।
এই লিংকগুলো দেখতে পারেন এখানে ভিডিও দেওয়া আছে।
https://twitter.com/gmqureshiwr/status/1434749883504865283?s=20
https://twitter.com/AfghanUrdu
https://twitter.com/HAfghan8
#

আই সি আর সি র Peter Maurer আজ বারাদার এর সাথে সাক্ষাৎ করে রেড ক্রসের স্বাধীন , পক্ষপাতিত্বহীন মানব সেবা করার অঙ্গীকার করলেন । ৩০ বছর আগে থেকেই রেড ক্রস আফগানিস্তানে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
# মাসুদ পালিয়ে কিন্তু কোথায় কেউ জানেনা । আমরুল্লাহ সালেহ মাসুদের সাথে আছেন । তারা পলাতক । সম্ভবত তাদের গল্প শেষ ।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



