

বিলাওয়াল জারদারি ভুট্টো কে ভুট্টো বলেই মনে করছেন সবাই জারদারি নয় । আসিফ জারদারি সিন্ধের বড় জমিদারদের মধ্যে অন্যতম তবুও যা কেউ পারেনি আসিফ তা করে দেখিয়েছেন । বেনজিরের মৃত্যুর পর পোস্ট মরটেমে বাঁধা আমায় বেশ সন্দেহবান করে তুলেছিল । এরপর আসিফ জারদারি পাকিস্তানের শীর্ষ পদ প্রেসিডেন্টের পদ অলংকৃত করলেন যা একজন ভূস্বামীর স্বপ্নেও থাকে না । বিলাওয়াল তখন বয়েসে ছোট । বিলাওয়াল আওয়াজ তুলল মায়ের হত্যার বিচার চাই । বাপ তাকে এক ধমক দিয়ে দুবাই পাঠাল । ওদের ভাইবোনদের পড়াশুনা সব দুবাইতে । স্কুল শেষ করে অক্সফোর্ডে মাস্টার্স করেছে বিলাওয়াল । জুলফিকার আলী ভুট্টোর অতীব লালসা ৭১ সালে পূর্ব পাকিস্তানে গন হত্যা ঘটিয়ে ছিল , সাথে জেনারেল রা তো আছেই । জুলফিকার তার কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হয়ে ফাসিতে মৃত্যুবরন করেন । ঘটনাক্রমে তার দুই পুত্র সন্তান হত্যাকাণ্ডের শিকার হয়েছে । বেনজিরকে হত্যার পিছনে স্বামী আসিফের হাত ছিল কিনা স্পষ্ট জানা যায়নি । তো সেই ভুট্টোর আধা পরিবার এখন ক্ষমতায় । বাবা আসিফ জারদারি মিঃ টেন পারসেনট বেশ খুশি হবেন অন্তরালে থেকে । আসিফ তার শ্যালককে হত্যা করিয়েছিলেন ভাড়াটে খুনি দ্বারা যখন বেনজির গদিতে বসা । এই রক্তের স্রোত ধারার মধ্যে বিলাওয়াল আবারো ক্ষমতায় এলো । তার মায়ের শুভাকাঙ্ক্ষী অনেক , এই উৎসবে তাদের মুখ উজ্জ্বল হয়েছে । আস্তে ধীরে বিলাওয়াল সামনের দিকে ঘুটি চালবেন এবং একসময় পাক প্রধান মন্ত্রীর গদিতে বসবেন । পাকিস্তানে গোত্র ভিত্তিক সমাজে একে অপরকে পিঠে ছুরি মারার ধারা এখনো চালু । বিলাওয়ালের পথ কতটা নিষ্কণ্টক হবে তা সময়ই বলবে । স্বাগতম পাক পররাষ্ট্র মন্ত্রী ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


