
এবার ইদ পূর্ব ছুটি আগেই শুরু হয়েছে আর তাই বাড়ি ফেরার ইচ্ছেটা খুব বেশি । এপ্রিল - মে মাসের এই সময়টা বেদম গরম । কষ্ট হবে তার পরও বাড়ি ফেরা বলে কথা । ঢাকা শহরের আধা মানুষ দেশের বাড়ি যাবে , কি আনন্দ । রাস্তা ঘাট ফাকা হতে শুরু করেছে , আমি এরকম ফাকা ঢাকাই পছন্দ করি । ফুর ফুর করে ঘুরে বেড়ানোতে কি যে আনন্দ । আমাদের গৃহ কর্মী ৯ দিনের ছুটি নিয়েছে । গেলবার ছোট এক টুকরো জমি কিনেছে । এবার ঘরের দেওয়াল তুলে তারপর আসবে ফিরে কাজে । আগামি বছরে টিন দিয়ে ছেয়ে ফেলবে । আমাদের কাছে যে বেতন পেত তা আমাদের কাছেই জমা রাখত । আমাদের বাড়ি যাওয়া হবে না , বাড়ি অন্যের কাছে গচ্ছা দিয়ে এসেছি । বাড়ি যাব না এ দুঃখ নেই আমার , এতিম হয়েছি আগেই । পিছ টান নেই আর তাই ঢাকার ভাড়া বাড়িতেই আনন্দ হবে । ছাত্র জীবনে বাড়ি যেতাম মায়ের কাছে , পরে অন্যদের পাল্লায় পড়ে বিদ্রোহী হয়ে উঠলাম , বাড়ি না গিয়ে ঢাকায় আরও কজন বিদ্রোহী মিলে ঘুরতাম , যে বাড়িতে ভাল খাবার মানে পোলাও কোরমা হতো সেখানে হাজির হয়ে সুন্নত আদায় করতাম । খেতেও পারতাম সে সময় , পেট পূরে । রাতে অন্য কারো বাড়ি , সকালে কারো বাসায় নাস্তা । আমার কৃপণ সহপাঠীদের দেখতে পারতাম না কারন ওরা দাওয়াত দিত না বরং ধানাই পানাই করত।
মা কাঁদতেন আমার অনুপস্থিতিতে , আমারও খারাপ লাগত । যারা মায়ের কাছে ফিরছে তাদের জন্য দোয়া । আমিও কারো বাবা তো ইদ তাদের সাথে করব ।
দুই হাত তুলে দোয়া মাঙ্গি এবারে সড়ক দুর্ঘটনা যেন না হয় , মায়ের কাছে যাওয়া সন্তানরা যেন নিরাপদ থাকে । সকল ব্লগারদের ইদের শুভেচ্ছা।।
ছবিঃগুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


