
আপডেটঃ ভারতের পশ্চিমবঙ্গে আটক দেশের আর্থিক খাতের অন্যতম বড় কেলেঙ্কারির নায়ক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আজ শনিবার উত্তর চব্বিশ পরগনার একটি আদালতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার এ আবেদন জানানো হয়।
এর আগে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদার ও তাঁর কিছু সহযোগীর পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।রাত ১০,৫০ মিনিট
আপডেটঃ পি কে হালদার , তার ভাই এবং মোট ৬ জনকে পুলিশ আটক করেছে বর্ধমান জেলার কাটোয়া থেকে । বাকি সবাই পি কের পরিবারের সদস্য । ৭,৫৫ মিনিট ।
ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে । এই খবরটুকু ডেইলি স্টার থেকে নেয়া । খবর নিশ্চিত করতে স্টার কলকাতায় বাংলাদেশ উপদুতাবাসে ফোন করে হ্যা সুচক জবাব পেয়েছে । সিভিল পোশাকের লোকেরা তাকে গ্রেফতার করলে বোঝা যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এই গ্রেফতারে লিড দিয়েছে । অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরুর পরে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২০১৯ সালে দুদক মামলা দায়ের করে।
হালদার বাবুকে ধরতে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করেছিল । বাবুকে ঢাকায় আনতে পারলে লীগ সরকারের টুপিতে পালক লাগবে ।
আপাতত এটুকুই খবর আমার হাতে । আপডেটে বাকি খবর পেতে থাকলে জানিয়ে দেব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


