
দীর্ঘ সময়ের একটি ঝুলে থাকা ঘটনার নিস্পত্তি হতে যাচ্ছে । ব্রিটিশ হোম সেক্রেটারি জুলিয়ানকে আমেরিকার হাতে তুলে দিতে অনুমোদন দিয়েছে । অবশ্য জুলিয়ান ২ সপ্তাহ সময় পাবেন আপিল করার । ২০১৯ সালে অ্যাসাঞ্জেকে লন্ডনের ইকুয়েডর দুতাবাসে আশ্রিত স্থান থেকে বের করে বেলমারশ উচ্চ নিরাপত্তার কারাগারে স্থান দিয়েছিল সরকার । জুলিয়ান অ্যাসাঞ্জেকে আমেরিকার হাতে তুলে দেওয়ার ঘটনা ব্রিটিশ এবং আমেরিকার জন্য বাক স্বাধীনতার বিপরীতে এক কালো অধ্যায় রচিত হবে ।
জুলিয়ান অ্যাসাঞ্জে উইকিলিক্সে আমেরিকার অতি গোপন দলিল ফাস করেছিলেন যাতে আফগানিস্তান আর ইরাকে আমেরিকার কৃত গোপন এবং স্পর্শকাতর তথ্য ছিল । বাকি পৃথিবীর কাছে আমেরিকার মুখোশ খুলে গিয়েছিল । জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় সাংবাদিক, প্রকাশক, কম্পিউটার প্রোগ্রামার। তিনি বহুল আলোচিত উইকিলিকস এর প্রধান নির্বাহী যা মূলত গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। ১৯ জুন ২০১২ থেকে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডোর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
বেলমারশ কারাগারে ব্রিটিশদের অনুমতি নিয়ে সঙ্গী তেরেশাকে বিয়ে করেন অ্যাসাঞ্জে । তেরেশা ভীত এজন্য যে আমেরিকা অ্যাসাঞ্জেকে হাতে পেলে ঠাণ্ডা মাথায় খুন করবে ।
দশ বছর পর এক ভিন্ন নাটক শুরু হল মঞ্চে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


