
অবশেষে বাংলাদেশের জাতীয় সংসদ ভুমি মালিকানা নিয়ে এক যুগান্তকারী আইন পাশ করতে যাচ্ছে । এই আইন পাশ হলে লক্ষ লক্ষ পরিবার তাদের দখল হয়ে যাওয়া বসত ভিটা এবং চাষবাসের জমি ফিরে পাবেন এবং অনৈতিক ও অবৈধ দখলদারদের শাস্তি হবে । দেখা যাক ঠিক কি কি বিষয় এখানে উত্থাপিত হয়েছে যা এখন আইনে রুপ দেয়ার অপেক্ষায় ।
দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনও জমির অংশ বিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে এই নতুন আইনটি করা হচ্ছে। বিলটির নাম "ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল–২০২৩" ।
ভূমি হস্তান্তর, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার, তথ্য গোপন করা , দলিল সম্পাদিত হওয়ার পর আইনানুগ কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনও অংশ কাটা বা পরিবর্তন করা ইত্যাদি ।
এসব অপরাধের সীমা ৭ বছর কারাদণ্ড , ২ বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে ।
আমরা অনেকেই এই বিধানের সুফল পাব । অপেক্ষায় গৃহ নির্মাণ প্রতিষ্ঠান যে জাল চাতুরি করে হাজার জমির মালিককে পথে বসিয়েছে তাদের বিচারের আওতায় আনা ।
উপরের আইন অনেক আগেই কার্যকর করা যেত কিন্তু গেল ৫০ বছরের সরকারগুলো এসব ব্যাপারে ভয়ানক উদাসীন ছিল ।
ছবিঃ ইত্তেফাক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


