
মানচিত্র
শিশুর মুখাবয়বে আকা যুদ্ধের মানচিত্র
চলতি পৃথিবীতে এহেন মানচিত্র অঢেল
রাশি রাশি রক্ত বিলাশী শিশু বিনাশী
মুছে যাক ভূখণ্ড লোভী দস্যুদের নিশানা
আর যেন কোন শিশু হয়না মানচিত্রের অকথ্য টার্গেট ।
বেদনাময় সময় কাটে ছিঁড়ে যাওয়া যাওয়া তাবুর নিচে
মায়ের উষ্ণ হাতের হাতের পরশ আহা কাম্য শিশু
এ যে ঈশ্বরের নির্দেশ ।।
১৩/০১/২০২৫ রূপনগর, ঢাকা ।। কপিরাইটঃ শাহ আজিজ
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



