
চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ১১ হাজার ভারতীয়, যা মোট বহিষ্কারের সবচেয়ে বড় অংশ।চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। ফেরত পাঠানোদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। ফেরত পাঠানোদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।এছাড়া অন্যান্য দেশ থেকেও বিপুলসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বহিষ্কৃত ভারতীয়দের অধিকাংশের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, বৈধ কাজের অনুমতি না থাকা কিংবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। এসব কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়া থেকে ফেরত পাঠানো ভারতীয়দের একটি বড় অংশ অবৈধ সাইবার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক হন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভারতীয় আটক ও বহিষ্কারের ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। শুধুমাত্র এই অঞ্চল থেকেই ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া হিউস্টন থেকে আরও ২৩৪ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



