তুমি ধর্ষিতা
শেষ বারের মত ঘূণার চোখে দেখে রাখি
তুমি আর সমাজের কেউ নয়
তোমার দীর্ঘ শ্বাস এখন বাতাসে দৃষণ করে
তুমি দূর হও।
কেউ শুনলনা তোমার চিৎকার
দেখলনা কেউ তোমার ক্ষত শরীর
তোমার দেহেরে যন্ত্রণার জ্বালা
ওদের বিচলিত করে না।
মুক্তি ! মৃত্যুই তোমার মুক্তি
গলায় ওড়না পেচিয়ে ঝুলে পড়
নতুবা রেললােইনের স্লিপারে শুয়ে
শেষ বারের মত ধিক্কার দিয়ে
আজকের মত বিদায় হও।।

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




