গ্রামে একটা প্রবাদ আছে , "যে খাইছে তার জন্য বাড় (ভাত), আর যে খায় নাই তার জন্য চড়াও"
আমাদের অবস্থা হলো সেই রকম।
'৭১ এ যাদের হত্যা করা হয়েছে, সেই সময়ের খুনি দের ফাঁসির দাবিতে দেশ তোলপার। কিন্তু এখন যে স্বাধীন(!) দেশে প্রতিদিন কতশত খুন হচ্ছে, সেটা আমরা গায়েও মাখিনা। প্রতিদিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে, সেটাও খুব সাধারন মনে হয়। দেশদ্রোহী দূর্নীতিবাজরা সবকিছু খেতে খেতে স্বাধীন দেশকে প্রায় পরাধীন করে ফেললো, সেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়।
কেন এসব নিয়ে কোন "শাহবাগ স্কয়ার" হয়না ???
যে সব ভূমি দস্যূরা টিভি চ্যানেল ওয়ালাদের ঘুষ হিসেবে জমি দিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ রেখে, সাংবাদিকদের ফ্ল্যাট উপহার দিয়ে খুশি রেখে হাজার হাজার সাধারন মানুষের জমি অবৈধ ভাবে জবর দখল করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কেন "শাহবাগ স্কয়ার" হয়না ? এগুলো কি মানবতাবিরোধী অপরাধ নয়?
গত পরশু দিন ১২/০২/১৩ তারিখে মিরপুরে প্রায় ৬০ হিন্দু পরিবার তাদের পৈত্রিক সম্পত্তি থেকে এবং এর বাইরেও সর্বমোট প্রায় ২০০ হিন্দু পরিবার যে চিরদিনের মত উৎখাত হয়ে গেলো তাদের বাসস্থান থেকে, হয়ে গেল সহায় সম্বলহীন বাস্তুহারা, মাথার উপর রইলো শুধু খোলা আকাশ;
এই খবর কি শাহবাগ স্কয়ারের কেউ রেখেছে?
না এ খবর কারো কাছে পৌছাবে না , কেননা এটাতো আর '৭১ সাল না, এটা স্বাধীন বাংলাদেশ, এখানে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। স্বাধীন বাংলাদেশে এগুলো কোন মানবতা বিরোধী অপরাধ নয়।
আমি অতি ক্ষুদ্র, সাধারন একজন মানুষ, আমি শাহবাগে না গেলে এর লাভ ক্ষতির কোন পার্থক্য হবে না। তাই আমি আর যাবনা শাহবাগে। আমার কাছে এটা শুধু নিজের সাথেই প্রতারনা।
মিরপুরঃ এ কোন মগের মুল্লুক!!
অবশেষে সবই শেষ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






