বাংলার বিবর্ণ আকাশ আজ চেয়ে আছে রক্তাক্ত মাটির পানে,
যেখানে চেয়ে আছে হিংস্র শকুন লোভাতুর চোখে
জীবন্ত বুকে দিতে চায় থাবা, মানুষের তন্দ্রার ঘোরে,
টকটকে লাল হৃৎপিন্ড কামড়ে ধরে উড়ে যায় অন্য কোন খানে
শেয়ালের গুহায় লুকানো মুন্ডুহীন লাশের সন্ধানে।
এখানে হিংস্র শৃগালের বাস,
এখানে ছিড়ে খায় চাষার শরীর, নখের আচঁড়ে করে ফসলের জমি চাষ।
রক্তের ফোটায় রক্ত ফলে,
জমাট রক্তের ইটে গড়ে উঠে অট্টালিকা অন্ধকারের স্রোতে;
এখানে রক্তের দাগ মুছে যায় লোভাতুর পাপের প্রলেপে,
এখানে রাজাকার ঘুরে অসীম সুখে নেকড়ের পিঠে চড়ে,
হংস্র শ্বাপদ নেতা হতে চায় জয়ের মুকুট পড়ে।
নিখিল বিশ্ব ডুবায়ে রেখেছে ধৃষ্ট কুকুরের রাহুগ্রাস
নতুন প্রানের দোলায় আজি ঠেকাবো সর্বনাস,
ধৃষ্ট দুষ্ট অশুভ শক্তির হস্তে জিঞ্জির মুড়ে
বন্দী ভূবন শত্রু ছাড়ায়ে রাখবো উল্লাস মাখা জননীর ক্রোড়ে।
বাংলার বিবর্ণ আকাশ আজ চেয়ে আছে রক্তাক্ত মাটির পানে,
যেখানে চেয়ে আছে হিংস্র শকুন লোভাতুর চোখে
জীবন্ত বুকে দিতে চায় থাবা, মানুষের তন্দ্রার ঘোরে,
টকটকে লাল হৃৎপিন্ড কামড়ে ধরে উড়ে যায় অন্য কোন খানে
শেয়ালের গুহায় লুকানো মুন্ডুহীন লাশের সন্ধানে।
এখানে হিংস্র শৃগালের বাস,
এখানে ছিড়ে খায় চাষার শরীর, নখের আচঁড়ে করে ফসলের জমি চাষ।
রক্তের ফোটায় রক্ত ফলে,
জমাট রক্তের ইটে গড়ে উঠে অট্টালিকা অন্ধকারের স্রোতে;
এখানে রক্তের দাগ মুছে যায় লোভাতুর পাপের প্রলেপে,
এখানে রাজাকার ঘুরে অসীম সুখে নেকড়ের পিঠে চড়ে,
হংস্র শ্বাপদ নেতা হতে চায় জয়ের মুকুট পড়ে।
নিখিল বিশ্ব ডুবায়ে রেখেছে ধৃষ্ট কুকুরের রাহুগ্রাস
নতুন প্রানের দোলায় আজি ঠেকাবো সর্বনাস,
ধৃষ্ট দুষ্ট অশুভ শক্তির হস্তে জিঞ্জির মুড়ে
বন্দী ভূবন শত্রু ছাড়ায়ে রাখবো উল্লাস মাখা জননীর ক্রোড়ে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






