একজন মুক্তিযোদ্ধার জীবন কি আমরা বাচাঁতে পারিনা?
খালেদুর রহমান শাকিল
অসহায় চিত্তে যার দিন কাটছে মৃত্যু পথ চেয়ে। ভাঙ্গা কন্ঠে মৃদু ভাবে উচ্চারিত হল আমার কিছু বলার আছে......... +৮৮০১৮১২-৭২৩০৭৭ ডায়াল করে মনটাই ভেঙ্গে গেল । নাম্বরটি একজন মহান মুক্তিযুদ্ধার যিনি ৭১’এ যুদ্ধে গিয়েছিলেন স্বাধীনতার লড়াই জিতার জন্য, ফিরেছেন তাজা বুলেটের আঘাতে আহত হয়ে। কিছু নেই তার চাওয়া বা পাওয়ার। গর্ব তার তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সংসার বলতে তার অসহায় স্ত্রী ও ১৪ বছরের এক নাবালিকা কন্যা। আর এরি মাঝে তার মরন সাথী দূরারোগ্য থ্রোট ক্যান্সার।
বংলাদেশের চট্টগ্রাম নিবাসি এই যোদ্ধার নাম আবু মো: জাফর উল্লাহ। দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় সাথে পারিবারিক সচ্ছলতা না থাকার কারনে বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনরা মিলে এই মহান মুক্তিযোদ্ধার চিকিৎসা খরচ চালালেও অবশেষে ক্লান্ত সবাই। তাই আজ প্রায় বেশ কিছুদিন ধরে ওষুধপত্র ছাড়াই মৃত্যুর সাথে যুদ্ধ করছেন এই যোদ্ধা। দীর্ঘ ৪০ বছর পর আজ নিজের জীবনের বেঁচে থাকার যুদ্ধের চেয়ে তার ছোট্ট মেয়েটির জীবনের নিশ্চয়তার যুদ্ধ করতে সাহায্য চান এই দেশের কাছে যে দেশকে একদিন নিজের শরীরের রক্তে রঞ্জিত করে জন্ম দিয়েছেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে। কিন্তু দুর্ভাগ্য তার, দুষ্ট রাজনৈতিক পথ যাত্রার পৃষ্ঠে নিজেকে জড়াতে চাননি বলে হয়তো আজো তার একটি পরিচয় পত্র নেই যেই পরিচয়পত্রকে আমরা বলে থাকি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। দুর্ভাগ্য আমাদের !
এই মুক্তিযোদ্ধার কোন পরিচয় দরকার নেই যার কিনা আছে ৭১’ এ দগ্ধ বুলেটের চিহ্ন। যার আছে মুক্তিযুদ্ধে বেচেঁ যাওয়া সহযোদ্ধাদের অশ্রুসজল সহানুভুতি।
এই যোদ্ধার পাশে এসে দাড়াতে আমি চেষ্টাকরেছিলাম, তাকে আমার স্বাধ্যমত আর্থিক সহায়তা করব। কিন্তু বিস্মিত হলাম জেনে এই যোদ্ধার এই স্বাধীন বাংলায় কোন ব্যাংক একাউন্ট নেই। তাই অনেক কষ্টে কিছু ভাল আত্মার মানবের সহযোগিতায় অবশেষে চট্টগ্রামে তার নামে একটা একাউন্ট খুলাতে সমর্থ হয়েছি। জীবনের শেষ দিনগুলোতে আমাদের সামান্য আর্থিক সহযোগিতা হয়তো এই যোদ্ধাকে বেশিদিন বাচাঁতে পারবেনা তবে বোধহয় আমাদের প্রচেষ্ঠায় তার সেই কন্যাটির একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
ব্যাংক এক্যাউন্ট নাম: মো: জাফর উল্লাহ
ব্যাংক এক্যাউন্ট নাম্বর: ০০৭৬১২১০১০১০০৯৬
ইউসিবি ব্যাংক, মূরাদপুর শাখা, চট্টগ্রাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




