আর একটি যুদ্ধ চাই
চাই আরো একটি বিপ্লব
আমরা যুদ্ধ করছি
দেশ স্বাধীন করেছি
শত্রুমুক্ত করেছি আমাদের্ এই প্রিয় বাংলাদেশকে।
হায়নার ছোবল থেকে রক্ষা করেছি আমার মা ও বোনকে ।
স্বাধীন হলো আমার মাতৃভূমি।
আমার অতি প্রিয় সবুজ শ্যামল এই প্রকৃতির লীলাভূমি।
কিন্তু আজ আরো একটি বিপ্লব প্রয়োজন।
আজ আরো একটি যুদ্ধ প্রয়োজন।
কেন কেন?
আজও লঙ্ঘিত হচ্ছে আমার মা বোনের ইজ্জত
আজো লুণ্ঠিত হচ্ছে বাড়ী ঘর
অধিকার পায় না গরীর মানুষ
আজো হায়নারা ছোবল মারে আমার দেশে
আজো সীনায় আঘাত হানা হচ্ছে
আমার প্রিয় দেশের বুকে ডেকার দিয়ে অস্রপাচারে ষড়যন্ত্র চলছে।
আমি আরো একটি বিপ্লব চাই
চাই আরো একটি যুদ্ধ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




