আমাদের দেশ নাম টি অনন্য কারণ পৃথিবীতে এমন দেশ নাই যার সাথে দেশ শব্দটি আছে। তাই এখানের কাজ গুলোও হয় আজব। আমরা আজ যাকে গালি দিই দুর্নীতির জন্য, চাঁদাবাজী কিংবা সন্ত্রাসের জন্য কালকেই আবার তাকে নির্বাচিত করি আমাদের প্রতিনিধি হিসেবে। আসলে আমরাও আজব জনগণ।
ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসে তখন বলি এবার বুঝি দেশ আমার সোনায় সোনায় ভরে যাবে। দেশে আর একজন দুর্নীতিবাদ চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীও থাকবেনা!
আসমানটা ফাঁকা হয়ে আমাদের শাসন করতে আসবে কোন ফেরেশতা!
কিন্তু অল্প কিছুদিন যেতেই আমরা দেখেছি আসলে আকাশ থেকে কোন ফেরেশতা নাযিল হয়নি আমাদের শাসন করতে।
যাদের আমরা গালি দিয়েছি তাদের মুক্তির জন্য আমরা আবার রাজপথে নেমেছি।
আমরাতো বীরের জাতি আমরা কি রাজপথ ছাড়তে পারি। হাজার হাজার লাশ পড়তে পারে কিন্তু আমরা রাজপথ ছাড়তে পারি না! কারণ আমরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে হরতাল, ধর্মঘট কিংবা গাড়ি ভংচুর করার মতো লোকের তো সংকট দেখা দিবে! তাই আমরা আবারও গর্জে ওঠি আমাদের সেই সোনাচাঁদ মুখ! প্রিয় নেতা নেতৃ ও তাদের সন্তানদের ফেরেশতা রূপে ফিরে পেতে।
এই তো সেই দিন সিটি করপোরেশন নির্বাচনে আমরাতো আমাদের সেই সোনার ছেলেদের ( যারা দুর্নীতির দায়ে জেলে গিয়ে ভি(v) মানে বিশ্বজয়ের সংকেত(আসলে চৌর্যবৃত্তিকে জয় করেছে) দেখায়! তাদের ভোট দিয়ে আমাদের নগরকে পাপ পঙ্কিলতা থেকে রক্ষা করে ঝকঝকে নগর উপহার দেয়ার জন্য ( নগরে সন্ত্রাস ও দুর্নীতি আরো বৃদ্ধি করার জন্য) নির্বাচিত করেছি। আসলেই আমরা আজব জনগণ।
আজ আমাদের সোনার ছেলে (কয়লার চেয়েও অধম) তারেক!!!!!! এর জন্য প্রাণ বিসর্জন দিচ্ছি কাল বিদেশী পরী নিয়ে যখন আরেক সোনর ছেলে জয় ( যিনি ডেনমার্ক জয় করেছেন) কে নতুন তারুন্যের প্রতিক বলে ঘাঁড়ের উপর নিয়ে সারা পৃথিবীকে দেখাবো। আসলে আমরাই পারি পৃথিবীকে জয় করতে!!!!!!!!
আপনারা কিছু মনে করবেনা আমি পাগল তো তাই পাগলের প্রলাপ বকলাম। আসলে আমাদের দেশের দুই বরপুত্র তাদের জন্য যদি আমরা জীবন ধন সম্পদ ত্যাগ না করি কাদের জন্য করব বলুন? যারা রেললাইনে বা ফুটপাতে রাত্রি যাপন করে তাদের জন্য?????????????
আমরা তোর আমদের নন্দলাল ছাড়া কিছুই বুঝ না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




