আমরা আমাদের দেশের অবস্থা জানি। জানি আমাদের অভিভাবকদের অবস্থান, যারা আমাদের কর্তা। আসলে আমাদের দেশের বর্তমান যে অবস্থান এটি আমাদের কখনো কাম্য ছিল। আমরা রক্ত দিয়েছিলাম কি এই জন্য যে আমাদের শাসন করবে একটি অগনতান্ত্রিক সরকার। যেখানে জনগণের কোন কথা বলার অধিকার থাকবেনা। যেখানে মানুষ পাবে না তদের সম্মান। এই জন্য আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করি।
আমরা চেয়েছি এমন একটি দেশ যেখানে আমাদের সকল জনগণ তাদের সকল পাওনা পাবে তাদের অধিকারের জন্য রাস্তায় বিক্ষোভ প্রকাশ করতে হবে না। কিন্তু তা কি হচ্ছে।
আসলে আজকে সমাজকে আমাদের দেশ যদি আমরা একটি ভালো অবস্থানে নিতে চাই তাহলে প্রয়োজন একটি পরিবর্তন । তো কি হবে সেই পরিবর্তন। বর্তমান অগণতান্ত্রিক যে পরিবর্তনের কথা বলছে তা নয়।
আসলে পরিবর্তনের আওযাজ তুলে পরিবর্তন করা যায় না।
প্রথমে প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন। আগে যারা আমরা বড় বড় কথা বলি তাদের নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে।
আমি ভালো কাজ করবো অথচ আমি ভালো কাজের উপদেশ দিবো এটা তো হতে পারেনা।
আমরা যদি নিজেদেরকে একটি বিল্ডিংএর এক একটি ইট মনে করি তাহলে সকল ইটের মজবুতির মাধ্যমে কিন্তু একটি মজবুত বাড়ি নির্মাণ হবে।
কিন্তু ইট যদি শক্ত না হয় তাহলে কিন্তু বাড়ি মজবুত হবে না।
তো আমাদের একটি মজবুত বাড়ির ইটের মত হতে হবে।
এজন্য আমাদরেকে সৎ ও যোগ্য মানুষ হতে হবে। এটা শুধু কথায় বললে হবে না। এটাকে নিজেদের মধ্যে নেয়ে আসতে হবে।
আসুন আমরা সকলে ভালো হবার মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ে তুলি।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




