মেয়েটার আজ মন ভালো নেই
তাই চোখে জল টলমল
এই বুঝি ঝরে পড়ে অশ্রু,
সজল চোখে আজ কেন এত অভিমান!
মেয়েটার আজ মন ভালো নেই
তাই আকাশের চাঁদ মেঘে ঢ্কা,
মেয়েটার মুখে আজ হাসি নেই
তাই আকাশে আজ নেই কোন তারা।
মেয়েটার চোখে আজ অশ্রুধারা
ঝরে টপটপ যেন মুক্তার দানা
তাই আকাশ কাঁদে ঝরে ঝরঝর বৃষ্টি,
সারাদিন সূর্য হাসেনি একটি বার।
মেয়েটার চোখে জল শুকায়,ভাঙে অভিমান,
ঠোটে মৃদূ হাসি,গুনগুন গান
হাতে রেশমি চুড়ির রিনিঝিনি,
নিটোল পায়ে নুপূরের ছন্দ।
তাই আজ নীল আকাশে সূর্য হাসে,
মেঘের ভেলা হাওয়ায় ভাসে,
রাতের আকাশে লক্ষকোটি তারা আর
একটাই চাঁদ গায় ভালোবাসার গান।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




