গভীর অন্ধকারে সৃষ্ঠ ভ্রূণ,
মানুষ রূপে পৃথিবীতে আগমন।
পৃথিবীর আলোয় চোখ মেলা,
একটু একটু করে বেড়ে উঠা।
সুন্দর পৃথিবীর মুখোশ উন্মোচন,
সুন্দরের আড়ালে অসুন্দর লুকানো।
সুখের আড়ালে দু:খ আর
সত্যের আড়ালে লুকানো মিথ্যা।
সুখ শান্তি আর ভালোবাসা,
ভালোবাসার আড়ালে ঘৃণা।
পৃথিবীর মোহ আর ছলনা,
লোভ লালসা আর কামনা।
নিষ্ঠুর পৃথিবীর ঘাত প্রতিঘাত,
সৌভাগ্য আর সাফল্যের গল্প,
কল্পনা আর বাস্তবতার ব্যবধান,
দুর্ভাগ্য আর নিয়তিকে মেনে নেয়া।
পরম তৃষ্ঞায় পান করা,
ক্ষুধার্ত অবস্থায় খাবার পাওয়া,
জীবিকার তাড়নায় ব্যস্ত ভীষণ
অনেক বড় এই ক্ষণস্থায়ী জীবন।
পৃথিবীর এই মানুষ আমরা
করছি শাসন ও শোষণ,
একের অধীনে অন্যে আমরা
অন্যকে করছি শোষণ।
খোদার কীর্তি দেখি মোরা তবু
গর্বিত হই নিজ কীর্তিতে,
স্রষ্ঠাকে ভূলে গেছি তবু
বেঁচে আছি স্বগৌরবে।
স্রষ্ঠার আদেশ মানিনা তবু
আমরা সৃষ্ঠ মানুষ অসহায়,
অতৃপ্তি নিয়ে তাই পুনরায়
ফিরে যাই খোদার দরজায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




