বিষন্ন বিবেলের উদাসী হাওয়া,
দুপুরের ক্লান্তিকে মুছে দেয়া,
গানেরি খাতার টুকরো পাতা
হঠাৎ কোথায় হারিয়ে গেল,
এখন আর স্বরলিপি লেখা হয়না।
আঁধার চুপিচুপি উঁকি দেয় আঙিনায়,
লাল আভা ছড়িয়ে সূর্যটা
দিগন্তের অপারে হারিয়ে যায়।
আকাশের বুকে এক ফালি চাঁদ
আর টুকরো মেঘের লুকোচুরি।
আজ দুজনার একই পথ,
একই ঘরের একই ছাদ,
তুমি পাশে আছ সারাক্ষণ
তবু বসে থাকি আমি নিরালায়,
ভাংঙে দিবাস্বপ্ন চরম বাস্তবতায়।
দুজনেই জানি মোরা সুখে নেই
তবু করে যাই সুখের অভিনয়।
জীবন যুদ্ধে পরাজিত আমি
পেরিয়ে ক্লান্তির শেষ সীমানা,
দেখি ভালোবাসার পরাজয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




