তুমি এসোনা মোর কাছে আর
এই ঘোর অবেলায়।
আকাশের মাঝখানে সূর্যটা যখন
করে যৌবনে পদার্পন।
রৌদ্রের খরতাপে রুক্ষ প্রান্তর
প্রচন্ড তৃষ্ণায় করছে হাহাকার,
নদী যেন হয়ে গেছে মরুভূমি,
পুড়ে গেছে ফসলের ক্ষেত,
কৃষকের মুখে হাসি নেই।
গবাদি পশুর পাজরের হাঁড় গুনি আর
অবোধ চোখে দেখি ক্ষুধার্ত চাহনি,
এক ফোঁটা জল চাই খোদা।
যখন আকাশ কালো মেঘে ঢাকা,
ঘনঘোর বরষায় ঝরে
বৃষ্টি অবিরাম ঝর ঝর ধারা।
আকাশের বুক চিরে প্রচন্ড আক্রোশে
চমকায় বিজলী শব্দ বিভীষণ।
ফুসে উঠে সমুদ্র আক্রোশে অকারণ,
তীব্র বাতাসে উঠে ঘূর্ণি,
বালু আর পানি মিলেমিশে একাকার,
বন্যায় ভেসে যায় ফসলের ক্ষেত,
বৃষ্টির পানিতে মিশে কৃষকের কান্না।
পৃথিবীর ক্যাম্পাসে একটাই দেশ
যেখানে মানুষ চরম অসহায়।
মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই
আবার আসে দূর্যোগ তাই
ক্ষরা,দূর্ভিক্ষ আর বন্যায়,
মানুষের সাথে প্রকৃতি
মেতে উঠে হিংস্র খেলায়।
তুমি এসোনা মোর কাছে আর
এই ঘোর অবেলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




