দেশ এখন বেশ বহুমুখী চ্যালেন্জ মুখাবেলা করছে বিশেষ করে ভারতের মিডিয়াগুলোর সর্বদা মিথ্যচার বেশ অস্বস্থিকর অবস্থা তৈরি হচ্ছে।
বর্তমান সরকার অবশ্য বেশ শান্ত মেজাজে সব কিছু চমৎকারভাবে হ্যান্ডেল করছে তবুও জনপ্রতিনিধির মত অত পারদর্শিতা হচ্ছে না, হওয়ার আশা করাও বোকামী, মনে রাখতে হবে তারা বিশেষ কারণে সরকারে এসেছে।
এখন দেশের এই সময় সবচেয়ে ভাল অবদান রাখার সুযোগ আছে এক জনের তিনি জনাব তারেক রহমান। যে যতই গান ধরুক যদি দেশে বড় ধরনের কোন গোলমেলে পরিবেশ তৈরি না হয় তাহলে পরবর্তী নির্বাচনে বিএনপি জয়ী হবে আর জনাব তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী।
জনাব তারেক রহমান এখন দল গোছাতে বেশ ব্যস্ত কিন্তু তিনি যেহেতু এখন সবচেয়ে জনপ্রিয় দলটির দায়িত্বে আবার ভবিষ্যতে দেশের ক্ষমতার ভার তার হাতে যাওয়ার সম্ভবনা বেশি তাই তাকে দেশের এই সময়ে বেশি দায়িত্বশীল হতে হবে। বিদেশী যে সব চ্যলেন্জ সামনে আসছে সেই সব বিষয় তার উন্মুক্ত অবস্থান জানাতে হবে হয়তো গোপনে সরকারের সাথে যোগাযোগ রেখে তার অবস্থান বা কিছু পরামর্শ হয়তো হচ্ছে তবে তা এই মূহুর্তে জনগনের আশা পূরণ হচ্ছে না তাকে উন্মুক্তভাবে ভারতের বিষয় নিজের অবস্থান পরিস্কার করতে হবে জনগনকে বলতে হবে জীবনের বিনিয়ম হলেও দেশের সম্মান সে রক্ষা করতে প্রতিশ্রুতিবন্ধ।
জনাব তারেক রহমানের দ্রুত দেশের আসার খুব প্রয়োজন, তিনি দেশে এলে অনেক সমস্যা দূর হবে অন্তত বিএনপির এক এক নেতার এক এক বক্তব্য বন্ধ হবে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯