কিছুকাল আগে এমনভাবে আগুনে পেট্রলিয়াম বোমা ছোড়ার কথা মনে আছে। হয়তো কেউ সেই ঘা নিয়ে সেই পোড়া চিহ্ন নিয়ে উপরওয়ালার কাছে বিচার ছেড়ে দিয়েছে। আবার অনেকে ভূলেও গেছে নিজের প্রাণ বিসর্জনে।
আজ আবার দেখলাম টিভির স্ক্রলে দেখলাম জাতীয়তাবোধের উদয় হয়েছে বেগম খালেদা জিয়ার তাই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অধিক রক্তপাত কখনো কখনো আততায়ীরও হৃদয় কাপে বটে যদিও দেরীতে।
একজন বললেন মশা নেই, আরেকজন চোয়ালে চড় কষিয়ে দেখি্রে দিল তোমার মুখে মশা পড়েছিল মেরে দিলাম। যাই হোক আমরা বাঙালীরা আবার মশা মারতে কামান দাগার অভ্যাস আছে। আর ঐ কামানের ব্যবস্থা করতে গিয়ে সময় ক্ষেপনের জন্য মশারা রক্ত শূষে নেবে বাকীটুকুন।
তাই বেগম জিয়ার কথায় জাতীয় ঐক্যের আহবানে সাড়া দিয়ে বর্তমান সরকার খালেদা জিয়ার সাথে ঐক্যমতে পৌছলে একদিনের ভেতর জঙ্গীবাদি, জাতীয়বাদির যৌথপ্রযোজনার নির্মিতব্য কুটচালের স্যুটিং বন্ধ হয়ে যাবে।
আসুন যে কোনো কিছুর বিনিময়ে রক্তপাত বন্ধকরি
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করি।undefined
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


