পৃথিবীতে যত শব্দ আর যত সম্পর্ক আছে তার মধ্যে মা হচ্ছে সর্বাপেক্ষা আনন্দময়ী আর সুখের। নিঃসন্দেহে বলা যায় পৃথিবীতে সব মা তার সন্তানকে তার নিজের প্রানের চেয়ে বেশী ভালবাসে, তার হৃদয়ের সবটুকু উজার করে দেয় সন্তানের সুখের জন্য। এ নিয়ে নতুন করে লেখারও কিছু বাকী নেই। পৃথিবীর সেরা সেরা মণীষী, সাহিত্যিক থেকে শুরু করে যারা দু'লাইন লেখতে শিখেছে তারাও মা'র সাথে সুসম্পর্কে কথা, ভালবাসার কথা - না বলা অনেক স্মৃতির কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করে থাকে।
আমিও তাদের মতই একজন। আমার মা-বাবা গত এক সপ্তাহ
আমার বাসায় থেকে আজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করল। আজ সকালবেলা অফিসে যাওয়ার পথে মা-বাবাকে বাসে উঠিয়ে দিলাম। আর তখন থেকেই মনটা ছটফট করতেছে। কোন কিছুতেই যেন শান্তি লাগছে না। মনে হয় মা যদি আর কয়টা দিন থেকে যেত। বোধ করি সবারই এক্ষেত্রে একই রকম হয়। একেই কি বলে নারী ছেড়া টান?
সকল মায়ের প্রতি অনেক অনেক ভালবাসা, শ্রদ্ধা আর সালাম।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




