দেশে সোয়াইন ফ্লু মহামারী আকার ধারন করলেও এই প্রথম কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। আজকে দেশের প্রায় সবগুলো দৈনিকে এই খবরটি ছাপা হয়েছে- মিতা চক্রবর্তী(৩৫) নামের এই রোগীটি গতকাল রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরন করেন। গত ১৮ আগস্ট তার জ্বর এলে সে এইড হাসপাতালে ভর্তি হয় এরং ডাঃ বরুন চক্রবর্তীর (তার নিকট আত্বীয়) তত্তাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলছিল। মৃত্যুর একদিন পূর্বে তার সোয়াইন ফ্লু ধরা পরে এবং মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষনা প্রতিষ্ঠান কর্তৃপক্ষও
তা নিশ্চিত করে।
এখানে আমার কষ্টটা হল সারা দেশে যখন সোয়াইন ফ্লুর
সর্তকবাণী প্রচারিত হচ্ছে সর্বত্র ঠিক সেই মুহুর্তে দেশের একটি শীর্ষস্থানীয় ও আধুনিক হাসপাতালে একটি রোগী ভর্তি হওয়ার ১২ দিন পর কেন
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার ব্যাপারটি ধরা পড়ল? ডাক্তাররা এ বিষয়ে উদাসীন ছিল নাকি রোগ নির্ণয়ের পর্যাপ্ত উপযোগীতা ছিল না?
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৯