কিছু প্রতিষ্ঠানের মূল ব্যবসা হল LC এর মাধ্যমে কাপড় বিভিন্ন বায়িং হাউজ, রেডিমেড গার্মেন্টসে সরবরাহ করা। সেই LC পারচেজ করে তারা সুতার টাকা পরিশোধ করে। ব্যাংক এক্সেপটেন্স পাওয়ার ৯০ দিন পর তারা পেমেন্ট পেয়ে থাকে। এলসি পারচেজ এর বিষয়টা একটু পরিষ্কার করি; ব্যাংকের হাজারটা ব্যবসার মধ্যে অন্যতম একটা ব্যবসা হল IBP( Inland Bill Purchase)। যারা LC এর মাধ্যমে ব্যবসা করে তারা সাধারণত LC এর পেমেন্ট পায় ৯০ কিম্বা ১২০ দিন পর। এতদিন তারা কিভাবে চলবে?? তাদেরতো সূতা কিনার টাকা দিতে হবে যেই সূতা দিয়ে তারা কাপড় তৈরি করছে। এক্ষেত্রে ব্যাংক ওইসব প্রতিষ্ঠানকে কিছু সুবিধা দিয়ে ব্যবসা করে। ব্যাংক উক্ত LC ভ্যালুর ৯০% পর্যন্ত লোণ দেয়, সময়সীমা উক্ত LC তে প্রদত্ত পেমেন্ট ডেট। ছোট থেকে বড় প্রতিষ্ঠান যারা LC এর মাধ্যমে ব্যবসা করে তাদের সবাইকেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যেতে হয় কারণ কোন প্রতিষ্ঠানেরই এতো অলস টাকা থাকেনা যেটা তারা ৯০ কিম্বা ১২০ দিনের জন্য ফেলে রাখবে। এই প্রক্রিয়ায় ব্যাংকের লাভ হল তারা ১৫% থেকে ১৮% পর্যন্ত ইন্টারেস্ট কেটে নেয়।
এখন কথা হল এই বিষয় নিয়া কেন কপচাইতেছি!!! আমি ঠিক এই জাতীয় একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের এখন নাভিশ্বাস উঠার অবস্থা। এই মহামান্য হলমার্ক এর জন্য আমাদের LC গুলো কোথাও পারচেজ করা সম্ভব হচ্ছেনা। সোনালী ব্যাংকের কিছু LC নিয়া আরও ভয়াবহ বিপাকে আমরা। এজন্য আমাদের এক ক্রেতার সুপারিশে আমরা তাদেরই ব্যাংকে গেছি তাদেরই LC পারচেজ করতে। কিন্তু তারা তাদেরই LC পারচেজ করতে অপারগ!! হেডঅফিসের নাকি নিষেধ আছে। মরার উপড়ে খাড়ার ঘা, নতুন নিয়ম করছে কোন ব্যাংকের এডি ব্রাঞ্চ ছাড়া অন্য কোন ব্রাঞ্চ পারচেজ করতে পারবেনা। সোনালী ব্যাংকের এক ডিজিএম এর ভাষ্য মতে এই IBP( Inland Bill Purchase) টাই নাকি অচিরেই তুইলা দিব। এমতাবস্থায় বড় প্রতিষ্ঠান গুলা কোন মতে টিকা থাকতে পারলেও ছোট এবং মাঝারি প্রতিষ্ঠান গুলা খরখুঁটোর মত উইরা যাইব। সরকার কবে ব্যবস্থা নিবো?? সব যখন বাতাসে ভাইসা যাইব তখন??? আর এই সেক্টরে ধস নামলে ব্যাংকেও জামালগোটার একশন শুরু হইয়া যাইব।
মাননীয় সরকার, হোক ডেস্টিনি অবৈধ কিন্তু আপনি আগে বলেন নাই, লক্ষ লক্ষ লোক নিঃস্ব হওয়ার পর বলতেছেন ডেস্টিনি অবৈধ, আপনার নাকের ডগা দিয়া সে দিনের পর দিন অবৈধ কাজ করছে কিছু বলেন নাই হঠাৎ এতদিন পর বলতেছেন অবৈধ, ততদিনে লক্ষ লক্ষ লোক ওই প্রতিষ্ঠানের সাথে জড়াইয়া গেছে। ইউনিপে টুইড এর ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য। ওইসব লক্ষ লক্ষ নিঃস্ব লোকের জন্য আপনার তো কিছুই করার নাই!!!
মাননীয় সরকার, শেয়ার বাজারে ধস নামাইছেন থুক্কু নামছে। সেখানেও আপনার তো কিছুই করার নাই!!!
মাননীয় সরকার, এখন এই টেক্সটাইল সেক্টরে আপনার পদচারনা যে বড়ই মানসিক অস্থিরতার জন্ম দিচ্ছে!! এইভাবে যদি চলতে থাকে এইসব শিশু এবং তরুণ শিল্প গুলার রোগমুক্তি কখনোই ঘটবে না বরং আপনার মেয়াদ শেষের আগেই হয়ত শেষ নিঃশ্বাস ত্যাগ করবে।