একদা একসময় কেদারা ছিল কাঠের তৈরি। পশ্চাৎদেশ কিংবা পিঠ খুব একটা আরাম পাইতো না। কালের বিবর্তনে উহাতে ফোম লাগিল, নাম হইল আরামকেদারা!!!!
বিবর্তন কিন্তু থামিয়া থাকেনাই, হেথায় কাষ্ঠের বদলে প্লাস্টিক স্থান দখল করিল, কাষ্ঠও নতুন নতুন চেহারা পাইতে লাগিল, তার উপর আবার ফোমের সেকি বাহাদুরি!!! পশ্চাৎদেশ কিংবা পিঠ আরামে আরামে জর্জরিত হইল!!!
কিন্তু বিবর্তন থামিয়া যায় নাই! কিঞ্চিৎ বুমেরাঙের ভাব লইয়াছে!! ইদানিং বিভিন্ন অফিস ঘুরিয়া সেটাই দৃষ্টিগোচর হইল!! কতিপয় ব্যক্তি তাহাদের আরামকেদারা ব্যারামকেদারা বানাইয়া ফেলিয়াছে!!!!
যেথায় পশ্চাৎদেশ ও পিঠ স্পর্ষিত হয় হেথায় ফোমের উপরিভাগে একখন্ড কাষ্ঠ বিছাইয়া আরাম রূপী ব্যারাম হইতে নিস্তার লাভের প্রানান্ত চেষ্টা চালাইতেছে!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


