আজ লিখতে বসলাম তোমাকে নিয়ে ।কখনো কাউকে মন দেইনি , ভালোবাসিনি । কেন জানি তোমাকে দেখে আমি কল্পনাতে পড়ে যাই । তখন মন কে অনেক বোঝাতে চেষ্টা করলাম , কিন্তু কিছুতেই মন কে সান্তনা দিতে পারছি না । আমার মন তোমাকে ছাড়া আর কিছুই বুঝে না । মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকেই ভুলে যাই , কিন্তু ভুলতে পারি না শত ..চেষ্টায় । যখনি ভুলে যেতে চাই ঠিক তখনই ভেসে উঠে আমার চোখের সামনে তোমার সেই লজ্জারাঙা মুখখানি ।
যতোবার পৃথিবীতে আসবো আমি , তোমাকে ভালোবাসবো আমি । এরপর ও জানি ভরবে না মন , আবারো চাইবো আমি নতুন জীবন ।
এখম অনেক রাত , সমস্ত প্রকৃতি নিঝুম রাতের নিস্তব্দতায় বিলুপ্ত । এ মুহুর্তে তোমাকে খুব মনে পড়ছে বাড়বাড় ।ইচ্ছে করছে তোমাকে দেখতে ।তোমাকে না দেখে থাকতে পারি না । মন শুধু ছটফট করে সারাক্ষন তোমাকে এক পলক দেখার জন্য । তোমাকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে । তুমি তো আমার শরীরের রক্ত বিন্দুতে জড়িয়ে আছো , মিশে আছো আমার আত্বার সাথে ।যে দিকে থাকাই শুধু তোমার মুখখানি ভেসে উঠে ।
তুমি কি পারো না তোমার ভালোবাসা দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নিতে ।
দুচোখের নীল খামে স্বপ্ন দেখার নামে ভালোবাসার কথা লিখেছি , তুমি পড়ে দেখো
একবার , , জেনে যাবে আমি কার , আমার হৃদয় কাকে দিয়ে রেখেছি ,
অনেক লিখেছি ... এবার শুধু পাবার আশায় । জানি না আমার লিখা তোমার হৃদয়ে
স্থান করে নিতে পারবে কি না ?
ভালোবাসো আর নাই বাসো , শুধু তোমার জাদুমাখা হাতের স্পর্শ দিয়ে জানিয়ে দিও ।
আমি তোমার অপেক্ষায় হে প্রিয়.................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




