আপাতত তিনি কোন হেলেন কুন্তীদেবী নন
নিতান্তই সাদাসিদে এক প্রতিবেশিনী অথচ
তার এতটুকু সঙ্গত অবহেলায় অবলীলায়
ভেঙে পড়েন কিছু হতভাগ্য- শপথ স্বপ্নালুতা
প্রেমারাধনায় কাতর সেই বিপন্ন পুরুষসমূহ
সুদৃষ্টি কিংবা অঙ্গুলি হেলনের প্রতীক্ষায়
গড়ে যান তোষামোদের তাজমহল, জ্বলে
জিঘাংসায় স্বদেশ- পুষ্পিত প্রেসব্রিফিং তুরান
টক শো অবরোধ-জিম্মি সাধারনের হুতাশ
ছাপিয়েও প্রেমাস্পদকূলের লুপ্ত বোধ ঠিক টের
পাওয়া যায়– তারা কেউই হতাশ নয়- বস্তুতঃ
তিনি কাউকেই নিরাশ করেন নি নির্দিষ্টভাবে।
প্রেমের বিষবেলায় কে না থাকেন আত্মবিস্মৃত!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




