গতকাল এমনেস্টি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছ যে, বাংলাদেশ সরকার অঙ্গীকার করার পরও বিচার বর্হিভূত হত্যাকান্ড থামেনি। এর উত্তরে সরকারের পুলিশ প্রতিমন্ত্রী বলছেন এটা সত্য না। প্রতিবদনে সঠিক তথ্য আসেনি। সরকার উদ্বিগ্ন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “তারা তাদের নিজস্ব মতামত দিয়েছে। আমরা তা মানছি না, তাই উদ্বিগ্নও নই।”
এখন আমার কথা হলো কোনটা সঠিক? আপনার মানুষ মারছেন যা আমরা পত্র-পত্রিকায় দেখছি সেটা নাকী সরকারের মন্ত্রীর কথা। যিনি সরকারী বাড়িতে বসে এসির বাতাস খেতে খেতে বলছেন এখানে কোন বিচার বর্হিভূত হত্যাকান্ড হচ্ছে না!
মন্ত্রীমহোদয়, আপনাকে বলি, ওগাড়ি থেকে নেমে খোলা মাঠে গিয়ে চারদিকে একবার তাকান, কান পাতুন মানুষ কি বলছে, চোখ রাখুন দেখতে পাবেন আপনার বাহিনী কি করছে? উদ্বিগ্ন আপনারা নাই হতে পারেন কিন্তু এদেশের মানুষ উদ্বিগ্ন তাঁদের ভবিষ্যৎতো আছেই সাথে আপনাদেরটা নিয়েও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




