যুদ্ধাপরাধ ও মানবতাবাদী অপরাধের বিচার নিশ্চিত করেত গণজাগরণ তৈরির মূল কারণ আমরা যারা তরুন, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা এই দেশকে ভালোবাসি, যারা কবি, কবিতা ভালোবাসি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের ভালোবাসায় কোন স্বার্থ নেই, এই ভালোবাসা দেশকে ভালোবাসা, মা মাটিকে বালোবাসা। এখানে কোন ব্যাক্তিগত চাওয়া পাওয়া নেই বা থাকে না। থাকে দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা। এই সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাকে নিয়ে স্বধীনতার পরবর্তী সময়ে এদেশের রাজনৈতিক দল ও শাসকগণ বার বার আমাদের বিশ্বাসের সাথে প্রতারণা করেছ। এবার যখন সেই চিহৃত মানবতাবাদী অপরাধীদের বিচারের মুখোমুখি করেছে বর্তমান সরকার এবং বিচার চলছে একটি রায়ও হয়েছে। কিন্তু আবারও আমরা দেখলাম রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ। মূলত সকল যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর করার দাবিতে এই গণজমায়েত। সেই সাথে এটা শাসক শ্রেণীদের (বর্তমান/ভবিষ্যৎ) জানানো যে যুদ্ধাপরাধ ও মানবতাবাদী অপরাধের বিচার নিয়ে কোন রাজনীতি এদেশের তরুন প্রজন্ম কোন দিন মেনে নেবে না। শাহবাগ স্কয়ার তার প্রমান।
লাল সালাম বন্ধুদের।আমরা জেগে আছি, থাকবো যতদিন মানবতাবাদী অপরাধের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




