আজ বাঙালি জাতি নতুন ইতিহাস তৈরি করেছে। ইতিহাস তৈরি শুধু এবারই করেনি আগেও করেছে বেশ কিছুবার। যেমন ৫২ তে করেছে ভাষার জন্য, ৭১-এ করেছে স্বাধিনতার জন্য। আর আজ করলো আড়ায় লাখের অধিক মানুষ এক সাথে জাতীয় সংগীত গেয়ে। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক এবং বাঙালি হিসেবে গর্ববোধ করছি। কিন্তু আমি স্বশরীরে উপস্থিত হয়নি প্যারেড গ্রাউন্ডের লাখ কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে। বরং এই না যাওয়ার ভিতর রয়েছে এক ধরণের অহংবোধ। আমি আজ সম্মান জানাতে পেরেছি সেই সকল বীর যোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আর এখনো যারা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন পরাজিত বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ নির্মানের জন্য। আমার সবটুকু ভালোবাসা তাদের জন্য যারা এখনো ব্যক্তি কিংবা দলের স্বার্থের কারনে প্রকাশ্যে অথবা গোপনে আপোষ করেননি কখনো বা আপোষ করেন না। লাখ কণ্ঠে জাতয়ি সংগীত গাওয়ার অনুষ্ঠানে আমার যাবার তিব্র আকাংখা ছিলো কিন্তু রাষ্ট্র বা বর্তমান রাষ্ট্রপরিচালনাকারী রাজনৈতিক সরকারে দ্বৈত নীতি কিংবা অন্য দিক দিয়ে বললে বলা যায় আপোষকামী চরিত্র শুধু আমাকে নয় আরো অনেক মাসুষকে আজকের প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে দূরে রেখেছে। আমি ব্যক্তিগতভাবে স্বশরীরে উপস্থিত হয়নি কিন্তু দেশকে ভালোবাসি আর ভালোবাসি বলেই ঘরে বসে গেয়েছি "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবসি..."। আমার কেবলই বারবার মনে প্রশ্ন জাগে- কেন এই আপোষ স্বাধীনতা বিরোধীদের সাথে? বর্তমান সময়ে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়। কিন্তু কি সেই চেতনা? লাখ কণ্ঠে জাতয়ি সংগিত গাওয়ার অনুষ্ঠানে পরাজিত স্বাধীনতা বিরোধীদের টাকা নেয়া, নাটকীয়তা তৈরি তারপর আবার তা ফেরত দেয়া- এটাকি স্বাধীনতার চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা কি অ্যাত ঠুনকো যে চাইলেই যা খুশি তা করা যায়! মুক্তিযুদ্ধের চেতনা বা আর্দশ কি অ্যাত দূর্বল যে ভুল করে স্বাধূণতা বিরোধীদের কাছ থেকে টাকা নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রতকারী অনুষ্ঠানে? আরো হস্যকর ব্যপার হলো এখনো রাষ্ট্র কিংবা সরকার এখনো বলছে না যে এটা ভুল করে হয়েছিলো? তাহলে কিন্তু প্রশ্ন থেকেই যায় মুক্তিযুদ্ধের চেতনা নামধারী এই সব সুবিধাভোগী গোষ্ঠী,দল কিংবা সরকারে আর্দশ নিয়ে। অনেকেই বলবেন সেটা ফেরত দেয়া হয়েছে তাহলে তো সমস্যা থাকার কথা না। হ্যা আমিও বলবো ফেরত দেয়া হয়েছে ভালো কথা কিন্তু আমার প্রশ্ন মুক্তিযুদ্ধের চেতনা কি অ্যাত দূর্বল যে, কে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আর কে বিপক্ষে তা চিহিৃত করতে পারে না। আমার তা মনে হয় না।আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে কিছু বা অধিক সংখ্যক মানুষ ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থ উদ্ধারে চেষ্টায় মত্ত্ব। তাদের কাছে মুক্তিযুদ্ধের আর্দশ বা চেতনা মূলত ব্যবসায়িক পুজি ছাড়া আর কিছুই না। অন্যদিক দিয়ে হয়তো বলা যায় রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার কৌশল মাত্র। আমি ভন্ড এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের ঘুণা করি। আমি বা আমাদের মত আরো অনেক মানুষ আছেন তারা তাদের মত করে দেশকে ভালোবাসেন এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। একজন সাধারণ মানুষ, স্বচেতন মানুস, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীর কাধে কাধ মিলিয়ে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.." এই গানটি আমি নাইবা গাইলাম। এটুকু অহংকার আমার থাকতেই পারে।
আলোচিত ব্লগ
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।