বন্ধুর অপেক্ষায় থাকতে খাকতে আমার যদি খুব একলা লাগে আমি কি একজন বন্ধু চাইতে পারি?
ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে করে একটা গুডমর্নিং এস এম এস পেতে।
কাজের ভীড়ে একটু চা খেতে যখন অফিসের নিচে নামি, মন চায় তাকে বলি একটানা বেশি কাজ কোরনা।
ঝড়লাগা বিকেলে মোল্লার জারুল পেড়ে দিতেও তো একটা বন্ধু চাই। ঝড়ের বেলায় একটা ছাতার চেয়ে একটা মানুষ আমার বেশি দরকার, এই পথ থেকে সেই পথে এলোপাথারি দৌড় দিতেও।
ফুচকা খেতেও
কানের দুলটা জামার সাথে মিললো কিনা.. সেটা জানতেও
আজিজের প্রথমা থেকে ২টো বই বেছে দিতেও
তবু আজ ঝড় ভালোলাগা আনন্দে ভেসে যাওয়া............
কখনই বলবোনা বন্ধুহীন একলা দিন ভাল্লাগেনা..................
কারন আমি অপেক্ষা করতে জানি...
কারন আমি আমার আমিকে ভালোবাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





