
আমি মানুষকে উৎসাহ যোগাতে চেষ্টা করি...আজ আমাকে কেউ একটু উৎসাহ দিবেন কি, প্লিজ? বলবেন কি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এরা সারা জীবন কি পথেই ভিক্ষা করে বেড়াবে? মোহাম্মদপুর টাউনহল মার্কেটে চাঁদ রাতে ৩০-৪০ জন বাচ্চা ছেলে-মেয়ে আমাকে ঘিরে ধরেছিলো। ইদের কাপড় কিনে দিতে হবে।
আমি ১৯-জনকে কিনে দিতে পারলাম। বাকিদের পারলাম না! পকেটে তখন কিছু টাকা বাকি আছে শশুর বাড়িতে যাবার জন্যে। বাচ্চাগুলো আমার পিছু পিছু বাসা পর্যন্ত এলো। আমি নিকটস্থ দোকান থেকে বাকিতে তাদের আইসক্রিম আর চিপস খাওয়ালাম।
এখন বসে বসে ভাবছি- যে বাচ্চাগুলো নতুন কাপড় পায়নি, তাদের ইদটা কেমন কাটলো!
তারচেয়েও বড় কথা- এই যে পথে পথে ছেলে-মেয়েগুলো সময় কাটাচ্ছে, তারা চোখের সামনে আমাদেরকে বিলাসী জীবন-যাপন করতে দেখছে....কি ধরণের মানসিকতা তৈরি হচ্ছে তাদের মাঝে?
একটা পরিকল্পনা চাইঃ
আমি একটি ব্যবসা করি। বছরে গড়ে আমার লাভ আসে প্রায় ১৭ লক্ষ টাকা। অথচ, পকেটে এখন বাকি র্য়েছে কয়েক হাজার টাকা। আমার বাসা ভাড়া দিতে হয় না। শুধু খাওয়া খরচটা লাগে। এই অবস্থা নিয়ে এতোগুলা মানুষের দায়িত্ব ভার নেওয়া সত্যিই অসম্ভব ব্যাপার। যদি না কেউ সাহায্যে এগিয়ে আসেন।
অথবা, আমার নিজের জমিটি কিংবা পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িটি কি বিক্রি করে দিয়ে এদের জন্যে কাজ শুরু করবো? বিক্রি করে দেওয়াটা আমি পারবো। কিন্তু, তাতে এই পথশিশুদের জীবনমানে কোন পরিবর্তন আসবে কি? আসলে, কিভাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


